জোড়া গোল রবি হাঁসদার, সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে ঝাড়খন্ডকে চার গোল বাংলার

চার গোল দিয়ে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করল বাংলা। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ঝাড়খন্ডকে হারিয়েছে কোচ সঞ্জয় সেনের ছেলেরা। জোড়া গোল করেন রবি হাঁসদা। একটি করে গোল মনোতোষ মাজি এবং নরহরি শ্রেষ্ঠার।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষকে মেপে নেয় বাংলা দল। সুযোগ তৈরি হলেও তা থেকে গোল হচ্ছিল না। তবে ম্যাচে প্রাধান্য ছিল বাংলারই। প্রথমার্ধের শেষ দিকে বাংলাকে এগিয়ে দেন মনোতোষ।

দ্বিতীয়ার্ধে পর পর দু’মিনিটে দু’টি গোল করেন রবি। প্রথমটি করেন পেনাল্টি থেকে। ঝাড়খন্ডের প্রত্যাবর্তনের আশা তখনই শেষ হয়ে যায়। ৮৪ মিনিটে চতুর্থ গোল নরহরির।

প্রথম ম্যাচে জয়ে খুশি দলের কোচ সঞ্জয় সেন। তিনি বলেছেন, “প্রথম ম্যাচে জয়টা খুব ভাল দিক। অনেকগুলো গোলের পাশাপাশি প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে দল।”

সন্তোষে বাংলার ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে ভালই দর্শক হাজির হয়েছিলেন। আগাগোড়া তাঁরা বাংলার হয়ে গলা ফাটিয়েছেন। আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং প্রাক্তন ফুটবলার মহম্মদ রফিক।

বাংলার প্রথম ম্যাচ দেখতে কল্যানী স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আই এফ এর গভর্নিং বডির সদস্যরা, বিভিন্ন কমিটির সদস্যরা এবং প্রাক্তন ফুটবলাররা বাংলা দল কে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন।দলের খেলায় খুশি সকলেই।