January 17, 2025

অনীতই ভরসা, বাড়তি শক্তি দিলেন মমতা! মুখ্যমন্ত্রীর পাহাড় সফরে ঘুঁটি সাজাল তৃণমূল

0
Mamata

এবার মমতার দার্জিলিং সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বিমল গুরুংকে কোণঠাসা করতে মমতা তৈরি করেছিলেন ১৬টি উন্নয়ন বোর্ড। এবার সেই উন্নয়ন বোর্ডকে কিছুটা রদবদল করে দিলেন মমতা নিজেই জানিয়ে দেন, একটি মনিটরিং কমিটি তৈরি করা হচ্ছে। তার চেয়ারম্যান হিসাবে থাকবেন অনীত থাপা। অনীত। পাহাড়ে এখন মুখ্যমন্ত্রীর অন্যতম ভরসা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল এককভাবে কতটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারবে পাহাড়ে তা নিয়ে সন্দেহে তৃণমূলের তাবড় নেতারা। তবে বিকল্প রুটটা বিলক্ষণ জানে ঘাসফুল। একটা সময় তৃণমূল ভরসা ছিলেন বিমল গুরুং। সেই সম্পর্কে বর্তমানে অনেকটাই ফাটল ধরেছে। বিমলের নিজস্ব অস্তিত্ব সংকটে পাহাড়ে। সেই জায়গায় উঠে এসেছেন অনীত থাপা। এখন অনীত থাপাই তৃণমূলের নয়নের মণি। এখন অনীত থাপাই তৃণমূলের একমাত্র ভরসা। কার্যত তার উপর ভর করেই ফের পাহাড়ে ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল।

অর্থাৎ একাধিক উন্নয়ন বোর্ড। সেই উন্নয়ন বোর্ডে এবার ব্যপক রদবদল করতে চান মমতা। তারপর সেই বোর্ডগুলির নজরদারির কাজে বিশেষ দায়িত্ব দেওয়া হল অনীত থাপাকে। ওয়াকিবহাল মহলের মতে, কার্যত এই পদক্ষেপের মাধ্যমে মমতা একাধিক দরজা খোলা রাখলেন। অনুগত থাকলে তার ক্ষমতা বৃদ্ধি করতে যে কসুর করেন না নেত্রী এটা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। সেই সঙ্গেই আগামী ভোটে অনীত থাপা কতটা প্রতিদান দিতে পারেন সেটাও দেখার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বার বার ভোট হয়েছে পাহাড়ে। আর বার বারই পাহাড়ে হোঁচট খেয়েছে তৃণমূল। কখনও তৃণমূলের ভরসা হয়েছেন বিমল গুরুং। এখন আবার অনীত থাপা। ভোট মিটতেই দেখা গিয়েছে এগিয়ে গিয়েছে বিজেপি। এবারের লোকসভা ভোটের আগেও দেখা গিয়েছিল পাহাড়ে তৃণমূলের কোনও পতাকা নেই। এমনকী দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় কোনও হোর্ডিংও নেই। সবটাই সেখানে অনীতময়। এবারও পাহাড়ে গিয়ে সেই অনীতকেই গুরুত্ব দিলেন। মমতা দার্জিলিংয়ে বলেন, ৫ বছর পরে কেউ কেউ আসে নেতা হতে, আর অশান্তি করে চলে যায়। দোকান বন্ধ হয়, হোটেল বন্ধ হয়ে যায়। পর্যটকরা আসেন না। পাহাড়ে লোকে ঘুরতে আসতে চায় না। আমি চাই পাহাড়ে শান্তি আসুক। উন্নতি চাই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed