বাংলার হয়ে কামব্যাকে ব্যাটেও চমক! জয়ের সুযোগ? মধ্যপ্রদেশের বিরুদ্ধে শেষ দিন চাই ৭ উইকেট, লক্ষ্মী তাকিয়ে সামির দিকে,
মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাট হাতেও দিলেন ভরসা। সরাসরি জয়ের সুযোগ রয়েছে বাংলা এবং মধ্যপ্রদেশ দু’দলের সামনেই। শনিবার শেষ দিন জয়ের জন্য বাংলার চাই ৭ উইকেট। মধ্যপ্রদেশের দরকার ১৮৮ রান। স্বভাবতই অনুষ্টুপেরা তাকিয়ে সামির দিকে। ফলাফলের দিকে এগোচ্ছে বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ম্যাচ। জয়ের জন্য বাংলার প্রয়োজন ৭ উইকেট। সামির একটা স্পেল গুরুত্বপূর্ণ ছ’পয়েন্ট এনে দিতে পারে বাংলার ঝুলিতে। চোট সারিয়ে ফেরা সামি শুক্রবার ব্যাট হাতেও ভরসা দিলেন বাংলাকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলতি রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ৬ বলে ২ রান করে আউট হন শামি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ৩৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। মারেন ২টি চার ও ২টি ছক্কা।
বাংলা দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান তুলে অল-আউট হয়। উল্লেখ্য, প্রথম ইনিংসের নিরিখে ৬১ রানের উল্লেখযোগ্য লিড ছিল বাংলার হাতে। জয়ের জন্য শেষ ইনিংসে মধ্যপ্রদেশের সামনে ৩৩৮ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেন অনুষ্টুপ মজুমদাররা। শুক্রবার ৫ উইকেটে ১৭০ রান নিয়ে খেলা শুরু করে বাংলা। দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকা দুই ব্যাটার ঋত্বিক চট্টোপাধ্যায় ৫২ এবং ঋদ্ধিমান সাহা ৪৪ রান করেন। বাংলার আর কোনও ব্যাটার বলার মতো রান পাননি। অনুষ্টুপ মজুমদার ৪৪ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। তিনি ১টি চার মারেন। শুভম দে ৪, শাহবাজ আহমেদ ৩, রোহিত কুমার ৩, সুরজ জসওয়াল ৫ ও মহম্মদ কাইফ অপরাজিত ৬ রান করেন। ব্যতিক্রম শুধু সামি। চোট সারিয়ে প্রায় এক বছর পর মাঠে ফেরা জোরে বোলার ব্যাট হাতেও বাংলাকে টানলেন। ১০ নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে খেললেন। ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলতে ভাই মহম্মদ কাইফকে সঙ্গে নিয়ে দলের ইনিংসকে পৌঁছে দিলেন ২৭৬ রানে। কাইফ ২২ গজের এক দিন আগলে রাখার চেষ্টা করে ৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের হয়ে ৭৪ রানে ৪ উইকেট নেন অনুভব আগরওয়াল। ৭৬ রান খরচ করে ৪টি উইকেট পকেটে নেন কুমার কার্তিকেয়া। আরিয়ান পান্ডে ও সরাংশ জৈন ১টি করে উইকেট সংগ্রহ করেন।
বাংলার ইনিংস শেষ হওয়ার পর জয়ের জন্য মধ্যপ্রদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৮ রান। দিনের শেষে বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলে দিলেন সামি। মধ্যপ্রদেশের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামা অনভব আগরওয়ালকে ২ রানে এলবিডব্লিউ করে চাপে ফেলেন দেন। শুক্রবার সামি ১১ ওভার বল করে ৫৫ রান দিয়ে ১ উইকেট নিলেন। দিনের শেষে মধ্যপ্রদেশের রান ৩ উইকেটে ১৫০। ২২ গজে রয়েছেন রজত পাটিদার ৩২ এবং অধিনায়ক শুভম শর্মা ১৮। ম্যাচের শেষ দিন মধ্যপ্রদেশের দরকার আরও ১৮৮ রান। বাংলার প্রয়োজন সাত উইকেট?