গুরু নানক জয়ন্তীতে বন্ধ থাকছে ব্যাঙ্ক, স্টক মার্কেটও বন্ধ থাকবে? জানিয়ে দিল আরবিআই
গুরু নানক জয়ন্তী উপলক্ষে আগামী শুক্রবার অর্থাৎ ১৫ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকছে। গুরু নানক জয়ন্তী আগামীকাল অর্থাৎ ১৫ নভেম্বর। এই উপলক্ষে কাল দেশের বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশে ওই নির্দিষ্ট রাজ্যগুলির ব্যাঙ্কের ছুটি। পাশাপাশি এই দিন স্টক মার্কেটও বন্ধ থাকবে। ট্রেডিংয়ে একদিন ছুটি থাকছে শুক্রবার। অর্থাৎ ফের মার্কেট খুলবে সোমবার।
গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা ও গঙ্গা দশেরাও এই দিন পড়ছে। যে কারণে একদিন বন্ধ থাকছে স্টক মার্কেট। জেনে নিন কোন কোন রাজ্যে এই দিন ব্যাঙ্কের ছুটি। রাজ্যগুলির তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, মিজোরাম, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, শ্রীনগর। চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ ১৬ নভেম্বর ব্যাঙ্ক খোলা থাকবে। এই দিন কিন্তু শনিবার স্টক মার্কেট বন্ধ থাকে। অর্থাৎ টানা তিনদিন ছুটি থাকবে স্টক মার্কেট।