February 11, 2025

একলাফে ৪ পয়সা নামল টাকার দাম! ডলারের তুলনায় টাকার দামে সর্বকালীন পতন!

0
Rupees

তৈরি হল নয়া নজির। ডলারের তুলনায় টাকার মূল্য দাঁড়িয়েছে ৮৪.৪৩। ডলারের তুলনায় ক্রমেই দুর্বল হচ্ছিল টাকা। শুক্র সকালেই সর্বকালীন পতনের। ডলারের তুলনায় টাকার মূল্য দাঁড়িয়েছে ৮৪.৪৩। একলাফে ৪ পয়সা নিম্নগামী টাকার দাম। চলতি বছরের ৩১ অক্টোবর সর্বকালীন নিচে নেমেছিল টাকার দাম। সেদিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ছিল ৮৪.১০ টাকা। তার পর থেকে ক্রমেই নেমেছে টাকার দাম। অবশষে এদিন বিদেশি মুদ্রা বিনিময় বাজার বন্ধের সময় দেখা যায়, টাকার দাম ডলারের তুলনায় সর্বকালীন পতনের সম্মুখীন হয়েছে। এদিন বাজার খোলার সময় টাকার দাম ছিল ৮৪.৪০ টাকা। আজ সর্বোচ্চ অবস্থান ৮৪.৩৯ টাকায় পৌঁছলেও এর পর ক্রমেই কমতে থাকে দাম। শেষপর্যন্ত থিতু হয় ৮৪.৪৩ টাকায়।

ভয়ঙ্কর পরিস্থিতি। বাজারে অস্থিরতার কারণকেই দায়ী করছে ওয়াকিবহাল মহল। নানা আন্তর্জাতিক কারণের মধ্যে অন্যতম ডলার ইনডেক্সের ক্রমেই আরও শক্তিশালী হওয়া। বিভিন্ন কারণেই ক্রমেই নিম্নমুখী হয়েছে টাকা। আসলে এর পিছনে এক প্রধান কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনও। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে ফিরেছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। তার পর থেকেই মার্কিন শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করার প্রভাবে টাকার দাম পড়তে শুরু করেছে। এর ফলে বিদেশ ঋণ শোধের খরচ বাড়ছে। ফরেক্স ব্যবসায়ীদের মতে, এই পরিস্থিতিতে ভারতীয় টাকা সংকীর্ণ পরিসরে বাণিজ্য করতে পারবে। ডলার দামি হওয়ায় অপরিশোধিত তেলের দাম খুব একটা বাড়তে নাও পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed