December 4, 2024

মোহনবাগানে এবার শুরু হচ্ছে ‘ক্রিকেট দিবস’, শীতকালে স্কুল শিক্ষার্থীদের জন্য খোলা হবে ক্লাব তাঁবু

0
Mohunbagan

ক্রিকেট মরশুমের কথা মাথায় রেখে উন্নত পরিকাঠামো-সহ চারটি ক্রিকেট পিচ তৈরি করেছে মোহনবাগান। মোহনবাগান দিবসের পর এবার ক্লাবে শুরু হতে চলেছে ‘ক্রিকেট দিবস।’ক্লাবের কার্যকরী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত। জানুয়ারি মাসে একটি দিন স্থির করে ৮৩’ বিশ্বকাপজয়ী কোনও ক্রিকেটারকে আনা হবে প্রথম ক্রিকেট দিবসে। পাশাপাশি এদিন আরও একটি সিদ্ধান্ত হয় মিটিংয়ে। শীতকালে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মোহনবাগান তাঁবু। শীতকালে কলকাতা শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখানোর ব্যবস্থা হয় স্কুল থেকে, এবার থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য শীতকালে অন্যতম দ্রষ্টব্য স্থান হতে চলেছে মোহনবাগান ক্লাব।সবুজ-মেরুন তাঁবুতে কার্যকরী কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অরূপ রায়, সৌমিক বোস, অসিত চট্টোপাধ্যায়, সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, ইউথ ফুটবল সেক্রেটারি মানস ভট্টাচার্য-সহ কমিটির অন্যান্য সদস্যরা। বৈঠকে ক্লাবের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

ক্রিকেট মরশুমের কথা মাথায় রেখে উন্নত পরিকাঠামো-সহ চারটি ক্রিকেট পিচ তৈরি করেছে মোহনবাগান। তার মধ্যে একটি কংক্রিটের। ক্রিকেট দিবসে সরকারিভাবে নতুন পরিকাঠামো-সহ পিচগুলো উদ্বোধন হবে। বুধবার ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের জন্য একাধিক মার্চেন্ডাইজ বাজারে ছাড়া হয়েছে। এর মধ্যে মোহনবাগানের লোগো লাগানো টি-শার্ট, ছাতা, কফি মাগ, ফ্লাওয়ার পট, জলের বোতল রয়েছে। এদিন থেকেই ক্লাবের সুভ্যেনিয়র শপ থেকে এগুলো বিক্রি শুরু করে দেওয়া হয়েছে। এছাড়াও চাবির রিং সহ একাধিক মার্চেন্ডাইস প্রোডাক্ট আনতে চলেছে তারা। এদিন ক্লাব থেকে জানানো হয়েছে, হাওড়া, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার বিভিন্ন ক্রীড়াসরঞ্জামের দোকান থেকে মোহনবাগানের এই স্মারকগুলো পাওয়া যাবে। কবে থেকে বিক্রি শুরু হবে তা জানানো হবে। কার্যকরী সমিতির বৈঠক শেষে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “আমরা ক্রিকেটের পরিকাঠামো উদ্বোধন করার জন্য একজন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যকে আনার চিন্তা ভাবনা করছি। ওই দিনটা আমরা ক্রিকেট দিবস হিসাবে পালন করব। ময়দানে কোনও ক্লাবের এমন পরিকাঠামো নেই। ওই দিনটা আমাদের বর্তমান ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার, সভ্য সমর্থকদের সঙ্গে আমরা পালন করব।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed