February 11, 2025

ঘন ধোঁয়াশায় ‘অদৃশ্য’ তাজমহল! দূষণে জেরে দিল্লিতে বন্ধ প্রাথমিক স্কুলও

0
Delhi pollution

কুয়াশার চাদরে ঢাকা দিল্লি। পরপর তিন দিন। মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে রাজধানীর বাতাসের গুণমান। বন্ধ দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল। পরিস্থিতি গুরুতর। গোটা তাজমহল কার্যত অদৃশ্য কুয়াশার চাদরে। তাজমহল দেখতে এসে হতাশ হয়ে ফিরেছেন পর্যটকরা। আগামী ৬ দিনও দিল্লির এমন বেহাল দশাই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআইটিএম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টার সময়ে দিল্লির আনন্দ বিহারে বাতাসের AQI পৌঁছে গিয়েছিল ৪৪১ পর্যন্ত। এছাড়াও বাতাসের মান খুব খারাপ পর্যায়ে গিয়েছে বাওয়ানা ৪৫৫, দ্বারকা সেক্টর ৪৪৪ এবং জাহাঙ্গিরপুরী ৪৫৮। দুদিন ধরে ব্যাহত বিমান চলাচল। দূষণের মাত্রা মারাত্মক হওয়ায় একগুচ্ছ পদক্ষেপ করেছে দিল্লির প্রশাসন।

শুক্র সকাল ৮টা থেকে দিল্লির সমস্ত নির্মাণকাজ বন্ধ। BS-III পেট্রল এবং BS-IV ডিজেলচালিত গাড়ি চালানোর উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে প্রাথমিক স্কুল। আপাতত অনলাইনে পড়াশোনা চলবে। যেহেতু একাধিক যানবাহন বন্ধ রাখা হচ্ছে, তাই প্রতিদিন ৪০টি মেট্রো বেশি চলছে দিল্লিতে। দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে, কালো ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে তাজমহল। দর্শনার্থীরা তাজমহলের এক ঝলকও দেখতে পাননি কুয়াশার চাদর ভেদ করে। দূষণের জেরে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও। দিল্লির এই পরিস্থিতি অবশ্য আচমকাই এতটা খারাপ হয় নি। শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গুণমান সূচকও কমছে হু হু করে। পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কৃষিজমিতে নাড়া অর্থাৎ ফসলের গোড়া আর খড়বিচালি পোড়ানোর কারণেই রাজধানীতে দিল্লিতে দূষণ মারাত্মক আকার নেয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed