January 14, 2025

আর্জেন্টিনার হার, ব্রাজিলের ড্র!‌ বিশ্বকাপের বাছাই পর্বে হার আর্জেন্টিনার, ভেনেজুয়েলাকে হারাতে পারল না ব্রাজিল

0
Copa America

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। লাতিন আমেরিকার দুই মহাশক্তিধর দেশের বিপর্যয়। হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করল ব্রাজিল। এই ফলাফলে দু’দলের কারও বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়া নিয়ে এখনই কোনও সংশয় নেই। আর্জেন্টিনা প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল। দুর্বল প্যারাগুয়ের বিরুদ্ধে পূর্ণশক্তির দলই নামিয়েছিলেন কোচ এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হল নীল-সাদা ব্রিগেডকে। ম্যাচের ১১ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লউটারো মার্টিনেজ। আট মিনিট বাদেই দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করে সমতা ফেরান অ্যান্তনিও সানাব্রিয়া। দ্বিতীয়ার্ধের দু’মিনিটেই জয়সূচক গোলটি পায় প্যারাগুয়ে। গোল করেন ওমর আলডেরেট। ম্যাচে সেভাবে নজর কাড়েননি মেসি। উলটে রেফারির সঙ্গে তর্ক করে বিতর্কে জড়ান।

অন্যদিকে, ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল। রিও-তে বৃহস্পতিবার রাতে রাতে রাফিনহার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করেন বার্সা মহাতারকা। কিন্তু মিনিট তিনেক বাদেই সেই গোল শোধ করে দেন ভেনেজুয়েলার টেলাসকো। পরে ব্রাজিলের কাছে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে। পেনাল্টি মিস করে সেই সুযোগ পণ্ড করেন ভিনিসিয়াস। শেষমেশ ব্রাজিলকে ড্র করে।

কোপা আমেরিকার বিশ্বকাপের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে আর্জেন্টিনা। ব্রাজিল নেমে রয়ে গেল তৃতীয় স্থানে। সংগ্রহ ১৭ পয়েন্ট। লাতিন আমেরিকার ছটি দল বিশ্বকাপে সরাসরি সুযোগ পায়। ব্রাজিল বা আর্জেন্টিনা কারওরই মূল পর্বে ওঠা নিশ্চিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed