February 11, 2025

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় কারা?‌ ৩৬৬ ভারতীয়, ২০৮ বিদেশি, ছাঁটাই ১০০০!‌‌

0
IPL

নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ আইপিএল খেলতে ইচ্ছুক ১০০০ জন ক্রিকেটার। দু’টি ভাগে মার্কি ক্রিকেটারদের ভাগ করা হবে। ২৪ এবং ২৫ নভেম্বর নিলাম শুরু দুপুর ৩টে থেকে। আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন দেশ-বিদেশের ১৫৭৪ জন ক্রিকেটার। সেই তালিকা থেকে ১০০০ জনের নাম বাদ দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থখাৎ বিসিসিআই। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় নিলামে উঠবেন সব মিলিয়ে ৫৭৪ জন ক্রিকেটার।

আইপিএলের ১০টি দল সব মিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাবে। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। ৫৭৪ জনের মধ্যে থেকে পছন্দের ক্রিকেটারদের বেছে নিতে হবে দলগুলিকে । তাঁদের মধ্যে ভারতীয় ক্রিকেটার থাকছেন ৩৬৬ জন। বিদেশি ক্রিকেটার থাকবেন ২০৮ জন। ভারতীয়দের মধ্যে ৩১৮ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ১২ জন বিদেশি ক্রিকেটারেরও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসি অ্যাসোসিয়েট সদস্য দেশের চার জন ক্রিকেটারও জায়গা পেয়েছেন নিলামের চূড়ান্ত তালিকায়।

ন্যূনতম ২ কোটি টাকা দরের ক্রিকেটারদের দু’টি ভাগে ভাগ করা হয়েছে। এক একটি ভাগে আট-ন’জন ক্রিকেটার মার্কি ক্রিকেটারের মর্যাদা পাবেন। প্রথম ভাগে প্রধান দুই মুখ হতে চলেছেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার। দ্বিতীয় ভাগে প্রধান দুই মুখ হচ্ছেন লোকেশ রাহুল এবং মহম্মদ সামি। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে থেকে শুরু হবে নিলাম। বিসিসিআই জানিয়েছে, মোট ৮১ জন ক্রিকেটার নিজেদের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। বিসিসিআই শুক্রবারই সরকারি ভাবে জানিয়ে দিয়েছে, ১০টি দল মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed