February 11, 2025

দেড় বছর পরে দার্জিলিংয়ে ‘‌দিদি’‌,বড় বৈঠক, মমতাকে ঘিরে উচ্ছাস পাহাড়ে

0
IMG-20241112-WA0008

পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি। দুদিন একেবারে ঠাসা কর্মসূচি। মমতাকে দেখে উঠল স্লোগান মমতা বন্দ্যোপাধ্য়ায় জিন্দাবাদ। ফুল, খাদা দিয়ে অভ্যর্থনা জানানো হয় মমতাকে। কার্শিয়াং হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে যান। সরস মেলার উদ্বোধন করবেন।

পাহাড়ে যাওয়ার আগে মমতা বলেন, প্রায় বছর দেড়েক বাদে দার্জিলিংয়ে যাচ্ছি। কার্শিয়াংয়ে মাঝে একবার গিয়েছিলাম। আমি সব সময় চাই দার্জলিং ভালো থাকুক। তরাই ডুয়ার্স আচ্ছা রহে। সব মানুষ ভালো থাকুক। রাজবংশী, কামতাপুরী, গোর্খা, হোক…সবাইকে শুভকামনা জানাচ্ছি। প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের পাহাড় সফর। মঙ্গলবার জিটিএর বৈঠক রয়েছে। বুধবার সরস মেলার উদ্বোধন।

রোহিনী, সোনাদা সহ বিভিন্ন এলাকায় মমতাকে অভ্যর্থনা জানান অনেকে। জিটিএর বৈঠকের পাহাড়ের মানুষের সঙ্গে জনসংযোগ। পাহাড়ে এলে এটা মমতার একেবারে বাঁধা রুটিন। পাহাড়ে দীর্ঘপথ হাঁটেন তিনি বরাবরই। প্রায় দেড় বছর পরে পাহাড়ে মমতা। মূলত অনীত থাপার দলের লোকজন এদিন মমতাকে অভ্যর্থনা জানাতে রাস্তার ধারে জড়ো হয়েছিলেন। ২০২৬এর ভোটের আগে পাহাড়ে কী ধরনের সমীকরণ কাজ করবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে তার আগে কি পাহাড়ে জল মাপতে গেলেন মমতা?

চারদিনের সফরে বাগডোগরা হয়ে তিনি গিয়েছেন পাহাড়ে। কার্শিয়াংয়ে গাড়ি থামিয়ে জনসংযোগ করেন। দার্জিলিং চৌরাস্তায় বুধবার সরস মেলার উদ্বোধন। সব মিলিয়ে এবারের কর্মসূচি একেবারে ঠাসা। মোমো তৈরি করা, স্থানীয় বাচ্চাদের কোলে তুলে নেওয়া। দিদি বলে সাধারণ মানুষের উল্লাস। এসব দেখতেই অভ্যস্ত পাহাড়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed