উইকেটহীন ১০ ওভারে ৪৬ ডটবল সামির! ভোগাচ্ছে চোট?কোচ লক্ষ্মী এখনও ম্যাচের তিন দিন গুনছেন ‘প্রত্যাবর্তনের’ আশায়


মধ্যপ্রদেশ ১০৩-১, বাংলা ২২৮ অলআউট
রঞ্জি ট্রফির প্রত্যাবর্তনের প্রথম দিনটা সুখকর হল না বাংলার পেসার মহম্মদ সামির। প্রত্যাবর্তনের পরে ১০ ওভার বল করলেন মহম্মদ সামি। বুধবার রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুটি স্পেল মিলিয়ে ১০ ওভার বোলিং করেন ভারতের তারকা পেসার। প্রথম স্পেলে চার ওভার বল করেন। খরচ করেন ১০ রান। দ্বিতীয় পেলে ছয় ওভার বল করে ১৮ রান খরচ করেন। একটি মেডেন দেন। সবমিলিয়ে ১০ ওভারে ৩৪ রান দিয়েছেন সামি। ডট বল করেছেন ৪৬টি। তবে সামিকে দেখে এখনও পুরো ছন্দে মনে হয়নি। আগে যেমন বল নিখুঁত ছন্দে এসে বল করতেন, সেই জায়গায় যে এখনও পৌঁছাননি, তা ইন্দোরে বোঝা গিয়েছে। ২২ নভেম্বর থেকে পার্থে প্রথম টেস্ট শুরু হবে।সেটা শেষ হওয়ার কথা ২৬ নভেম্বর। ৩০ নভেম্বর থেকে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিন প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তারপর আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

টস জিতে ইন্ডোরের ২২ গজে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা। ইন্ডোরের ২২ গজে সুবিধা করতে পারেননি বাংলার ব্যাটারেরা। ২২৮ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ৪২ রানে ৪ উইকেট হারায় বাংলা। ৭৯ রানে ৫ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন শাহবাজ় এবং অনুষ্টুপ। ষষ্ঠ উইকেটে তাঁদের জুটিতে ওঠে ৯৬ রান। এই জুটিই অক্সিজেন জুগিয়েছে বাংলার ইনিংসকে। ঘাড়ে চোটের জন্য নিজের চার নম্বর জায়গায় ব্যাট করতে পারেননি অনুষ্টুপ। সাত নম্বরে ব্যাট করতে নামেন। অধিনায়কের চোটও সমস্যায় ফেলেছে বাংলাকে। শাহবাজ ৮০ বলে ৯২ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন ১৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অনুষ্টুপের ব্যাট থেকে এসেছে ৬৯ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস। মধ্যপ্রদেশের প্রথম ইনিংসের রান ১ উইকেটে ১০৩। ২২ গজে রয়েছেন শুভ্রাংশু সেনাপতি অপরাজিত ৪৪ এবং রজত পাটিদার ৪১। প্রথম দিনের শেষে বাংলা চাপে থাকলেও আশাবাদী কোচ লক্ষ্মী বললেন, ‘‘এখনও ম্যাচের তিন দিন রয়েছে। আমরা লড়াইয়ে ফিরবই।’’ চোট সারিয়ে মাঠে ফেরা সামিই ভরসা বাংলার।