February 18, 2025

তিন গোলে জয় ম্যান ইউয়ের, ইপিএলে শীর্ষেই সালাহদের লিভারপুল

0
EPL

ইপিএলে জিতল লিভারপুল। ২-০ হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ২০ মিনিটে ১-০ করেন ডারউইন নুনেস। ৮৪ মিনিটে দ্বিতীয় গোল মহম্মদ সালাহ-র। ম্যাঞ্চেস্টার ইউটাইটেডে ম্যানেজারের পদ থেকে এরিক টেন হ্যাগের বিদায়ের পরে তারা একের পর এক ম্যাচে জয়। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রুনো ফের্নান্দেসরা ৩-০ গোলে হারায় লেস্টার সিটিকে। অধিনায়ক ব্রুনোর গোলে ১৭ মিনিটে ১-০ হয়। দ্বিতীয় গোল আত্মঘাতী, ভিক্টর ক্রিশ্চিয়ানসেনের সৌজন্যে। ৮২ মিনিটে ৩-০ করেন আলেজান্দ্রো গারানাচো। জিতে রেড ডেভিলস টেবলে ১৩ নম্বরে। পয়েন্ট ১৫। টটেনহ্যাম ১-২ হেরেছে ইপসউইচ টাউনের কাছে। এমনিতে লিভারপুলই এখন পয়েন্ট টেবলে শীর্ষে। ১১ ম্যাচের ন’টাই জিতে। পয়েন্ট ২৫। দ্বিতীয় ম্যান সিটির থেকে সালাহরা ৫ পয়েন্টে এগিয়ে তারা।

লেস্টারের ইউরোপা লিগে গ্রিসের ক্লাবের বিরুদ্ধে ২-০ জেতে। দু’টি গোল করা আমাদ রবিবার প্রথম থেকেই খেললেন। ব্রুনোর সঙ্গে জুটিতে বারবার আক্রমণে ঝড়ও তুললেন। ব্রুনোর প্রথম গোলও অসাধারণ একটা ব্যাকহিল থেকে পাস পেয়ে। সুযোগসন্ধানী গারনাচোর তৃতীয় গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে। নভেম্বরে আন্তর্জাতিক বিরতির পরে ম্যান ইউর দায়িত্ব নেবেন স্পোর্টিং লিসবনের কোচ খুবেন আমোরিম। তবে অন্তর্বর্তীকালীন ম্যানেজার রুদ ফান নিস্তেলরুই যে ভাবে ম্যান ইউ-কে জেতাচ্ছেন, নতুন ম্যানেজারের সঙ্গে থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed