যেখানে সেখানে খাওয়ানো যাবে না পথকুকুরদের, কলকাতা হাই কোর্টের বলছে নির্দিষ্ট অঞ্চল চিহ্নিত করুক পুরসভাগুলি

পথকুকুরদের খাওয়ানোর জন্য পুরসভাগুলি নির্দিষ্ট অঞ্চল চিহ্নিত হোক। চলতি সপ্তাহে এক মামলার পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। কলকাতা-সহ রাজ্যের সব পুরসভায় এই ব্যবস্থা চাইছে আদালত। ২৭ নভেম্বরের মধ্যে কলকাতা পুরসভা এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে এ বিষয়ে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পথকুকুরদের খাওয়ানোকে কেন্দ্র করে বচসা এবং মারধরের অভিযোগ উঠেছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, এই সমস্যা কাটাতে পদক্ষেপ করুক রাজ্য। পথকুকুরদের খাওয়ানোকে কেন্দ্র করে বচসা ও অপরাধ ঠেকাতে সব পুরসভাকে এগিয়ে আসার কথাও বলেছেন বিচারপতি। আদালত চাইছে, সাধারণ মানুষেরা পথকুকুরদের খাওয়ান, কিন্তু নির্দিষ্ট জায়গায়। পথকুকুরদের খাওয়ানোর জায়গা নির্দিষ্ট করে দিক পুরসভা। সেই চিহ্নিত জায়গাগুলিতে প্রতিদিন খাবার দিয়ে আসতে পারবেন সাধারণ নাগরিকেরা।
হাই কোর্টের পর্যবেক্ষণ, পথকুকুরদের খাওয়ানোকে কেন্দ্র করে সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছেন প্রতিবেশীরা। এই সমস্যা কাটাতে রাজ্য সরকারের পদক্ষেপ চাইছে রাজ্য। পথকুকুরদের খাওয়ানো সংক্রান্ত বিষয়ে অতীতেও বিভিন্ন হাই কোর্টে মামলা হয়েছে। কখনও দিল্লি হাই কোর্টে। কখনও বম্বে হাই কোর্টে। সমাজে দু’ধরনের মানুষই আছেন। এক শ্রেণির মানুষ রয়েছেন, যাঁরা কুকুরপ্রেমী। অপর শ্রেণির মানুষ, যাঁরা কুকুরে ভয় পান। চলতি বছরেরই অগস্টে বম্বে হাই কোর্ট পথকুকুরদের খাওয়ানো সংক্রান্ত বিবাদ মেটাতে বৃহন্মুম্বই নগরপালিকাকে মুম্বই পুরসভার একটি পশুকল্যাণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। দিল্লি হাই কোর্ট চলতি বছরের মার্চে মন্তব্য করেছিল, সাধারণ মানুষ পথকুকুরদের খাওয়ানোর কারণে ওই কুকুরগুলি নিজেদের অঞ্চল রক্ষা করতে বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে।