February 17, 2025

তন্ময়ের নিজের বাড়িতে বসল সিসি ক্যামেরা! পরিস্থিতির শিকার, সিপিএমের সাসপেন্ডেড নেতার নয়া পদক্ষেপ?‌

0
cpim leader suspended

বরাহনগর থানার পুলিশের তদন্তের মুখোমুখি হয়েছেন তন্ময় ভট্টাচার্য। প্রত্যেকবারই তন্ময়বাবু হাজিরা দিয়েছেন। নিজের দলের তদন্ত কমিটির মুখোমুখি হতে চলেছেন তন্ময়। রাত পোহালেই শনিবার তিনি সেখানে হাজির হবেন বলে জানিয়েছেন। বেলা সাড়ে ১২টা নাগাদ আলিমুদ্দিনের পার্টি অফিসে চলবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। তিনি আপাতত দল থেকে সাসপেন্ড। বাড়িতে ওই মহিলাকে ইউটিউব চ্যানেলের (‌যদিও মহিলার অভিযোগের প্রমাণস্বরূপ কিছুই যাচাই করা হয়নি)‌‌ সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর কোলে বসে পড়েন বলে অভিযোগ। বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তিনবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে থানায় ডেকে। এই ঘটনায় দলের ভাবমূর্তি খারাপ হচ্ছিল। তাই তাঁকে সাসপেন্ড করে পার্টি। এবার নিজের বাড়িতে নিজেই বসালেন সিসি ক্যামেরা। হ্যাঁ, তিনি সিপিএমের সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচার্য। ক্যামেরা বসানো হয়েছে বৃহস্পতিবার। পরিস্থিতির প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে জানান সিপিএম নেতা।

তন্ময়ের বিরুদ্ধে ইউটিউবের মহিলা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, সাক্ষাৎকার নিতে বাড়িতে গেলে তন্ময় ভট্টাচার্য তাঁর কোলে বসে পড়েন। এই অভিযোগের ভিত্তিতে সিপিএমের পক্ষ থেকে সেদিনই তাঁকে সাসপেন্ড করা হয়। মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে জানান, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা খতিয়ে দেখবে দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। ওই কমিটির রিপোর্ট দেখে পদক্ষেপ করা হবে। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তন্ময় ভট্টাচার্যকে ডেকেছে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। তার আগে নিজের ঘরে সিসি ক্যামেরা বসালেন বরাহনগরের নেতা।

ঘরে বসে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে থাকেন তন্ময় ভট্টাচার্য। সেখানেই এবার বসেছে সিসিটিভি ক্যামেরা। সংবাদমাধ্যমের কোনও সাংবাদিক সাক্ষাৎকার নিতে চাইলে তাঁকে ওই বৈঠকখানা ঘরে বসানো হয়। ইউটিউবের কর্মরত মহিলা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন তিনিও ওই ঘরে বসেই সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই বৈঠকখানা ঘরে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে তন্ময় ভট্টাচার্য বলেন, ‘পরিস্থিতির জেরেই সিসি ক্যামেরা লাগিয়েছি।’

বরাহনগর থানার পুলিশের তদন্তের মুখোমুখি হয়েছেন তন্ময় ভট্টাচার্য। প্রত্যেকবারই তন্ময়বাবু হাজিরা দিয়েছেন। নিজের দলের তদন্ত কমিটির মুখোমুখি হতে চলেছেন তন্ময়। রাত পোহালেই শনিবার তিনি সেখানে হাজির হবেন বলে জানিয়েছেন। বেলা সাড়ে ১২টা নাগাদ আলিমুদ্দিনের পার্টি অফিসে চলবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। গত রাজ্য সম্মেলনের পরই সিপিএমের মহিলাদের অভিযোগ খতিয়ে দেখার জন্য অভ্যন্তরীণ তদন্ত কমিটি তৈরি হয়। সর্বভারতীয় স্তরে এই কমিটিতে বাংলায় সিপিএমের কমিটির শীর্ষে আছেন বর্ধমানের মহিলা নেত্রী অঞ্জু কর। তাঁর নেতৃত্বেই দলে তন্ময় ভট্টাচার্যের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed