January 14, 2025

তিন পয়েন্ট নিশ্চিত করল বাংলা, লক্ষ্য ছয়?‌ পেসারদের দাপট, মায়াঙ্কদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় লিড নিল বাংলা

0
Ishna Porel

বোলারদের পারফরম্যান্স। কর্নাটক টিমে একাধিত তারকা ক্রিকেটার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধেই প্রথম ইনিংসে ৮০ রানের বড় লিড নিল বাংলা। দায়িত্ব ব্যাটারদের উপর।
ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরি। সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজদের সহযোগিতা। রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩০১ করেছিল বাংলা। কর্নাটক টিমে একাধিত তারকা ক্রিকেটার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই কর্নাটকের বিরুদ্ধেই প্রথম ইনিংসে ৮০ রানের বড় লিড নিল বাংলা।

টস জিতে বাংলাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন কর্নাটক ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। বাংলা ব্যাটিংয়ে ত্রাতা হয়ে দাঁড়ায় সুদীপ চট্টোপাধ্যায় ও অনুষ্টুপ মজুমদার জুটি। প্রথম ইনিংসে ৩০১ করার পরও চাপ ছিল। তার কারণ প্রতিপক্ষ টিমের ব্যাটিং আক্রমণ। মহম্মদ সামি ফিট হয়ে ওঠেননি। মুকেশ কুমার, আকাশ দীপের মতো দুই পেসার অস্ট্রেলিয়ায়। অনভিজ্ঞ পেস বোলিং আক্রমণ নিয়ে কর্নাটকের বিরুদ্ধে লড়াইয়ে তরুণ পেস আক্রমণই ভরসা দিল।

ঈশান পোড়েলের সঙ্গে পেস বোলিং আক্রমণে সুরজ সিন্ধু জয়সওয়াল ও অভিষেক ম্যাচ খেলতে নামা ঋষভ বিবেক। তিন পেসারই নজর কাড়লেন। তুলনামূলক সিনিয়র ঈশান পোড়েলের ৪ উইকেট। তিন উইকেট সুরজের ঝুলিতে। কেরিয়ারের প্রথম রঞ্জি ম্যাচে নামা ঋষভ বিবেকের ঝুলিতে ২ উইকেট। কর্নাটকের লোয়ার অর্ডার চাপ তৈরি করলেও তাদের মাত্র ২২১ রানেই গুটিয়ে দিল বাংলা। তৃতীয়

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed