January 16, 2025

তুঙ্গে রাজনৈতিক বিতর্ক! সিএবি সভাপতির সঙ্গে একই মঞ্চে সদ্য জেল থেকে আসা কেষ্ট!

0
CAB

অনুব্রত মণ্ডল সদ্য জামিনে মুক্তি পেয়ে তিহাড় জেল থেকে বাড়ি ফিরেছেন। তৃণমূল কংগ্রেসের কয়েকটি বিজয়া সম্মিলনীর মঞ্চে তাঁকে দেখা গিয়েছে। তবে কোনও এখনও পর্যন্ত অরাজনৈতিক মঞ্চে পা রাখতে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে অরাজনৈতিক একটি মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি নিয়ে জলঘোলা শুরু। তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা উপনির্বাচনে নৈহাটির প্রার্থীর পক্ষে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছিলেন প্রথমসারির তিনটি ফুটবল দলের কর্তারা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজনীতির সঙ্গে নাম জড়িয়ে গেল বাংলার ক্রিকেটের। সিএবি টুর্নামেন্টের আসরে ক্রিকেট কর্তাদের সঙ্গে একই মঞ্চে দেখা গেল বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সিএবি কর্তাদের পাশে দাঁড়িয়েই সংবর্ধনা নেন। এখানেই বিতর্ক।

বীরভূমের ডিএসএ গ্রাউন্ডে সিএবি’‌র আন্তঃজেলা টি–২০ টুর্নামেন্টের ফাইনাল হয়। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে তখন ছিলেন বীরভূম জেলার জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা জানানো হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার পাশেই দাঁড়িয়েছিলেন কেষ্ট মণ্ডল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য–রাজনীতিতে। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল সদ্য জামিনে মুক্তি পেয়ে তিহাড় জেল থেকে বাড়ি ফিরেছেন। তৃণমূল কংগ্রেসের কয়েকটি বিজয়া সম্মিলনীর মঞ্চে তাঁকে দেখা গিয়েছে। তবে কোনও এখনও পর্যন্ত অরাজনৈতিক মঞ্চে পা রাখতে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে অরাজনৈতিক একটি মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়ার বিষয়টি নিয়ে জলঘোলা শুরু। ওই অনুষ্ঠানের সঙ্গে সিএবি’‌র কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সিএবি সভাপতি তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। স্নেহাশিস বলেন, ‘‌এই টুর্নামেন্টের সঙ্গে সরাসরি সিএবির কোনও সম্পর্ক নেই। টুর্নামেন্টের আয়োজক বীরভূম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন। ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে কারা আমন্ত্রিত ছিলেন সেটার দায় আমার বা সিএবির নয়। আমি, সিএবি’‌র যুগ্ম সচিব এবং অন্যান্য কর্তারা সবাই সেখানে ছিলাম।’‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed