February 11, 2025

‘হিন্দুদের বন্ধু এখন হোয়াইট হাউসে’, ডোনাল্ড ট্রাম্প জিতলেন আমেরিকায়, উল্লাস নন্দীগ্রামে

0
usa

‘হিন্দুদের বন্ধু এখন হোয়াইট হাউসে,’ ট্রাম্প জিতলেন আমেরিকায়, উল্লসিত নন্দীগ্রামের বিধায়ক ছবি এক্স হ্যান্ডেল শুভেন্দু অধিকারী। জিতলেন ডোনাল্ড ট্রাম্প। খুশি নন্দীগ্রামের বিধায়ক।ট্রাম্পের জয়ে উল্লসিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো উল্লাস প্রকাশ করছেন। এপার বাংলায় বসে সেই ট্রাম্পকে, হিন্দুদের বন্ধু বলে উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘হোয়াইট হাউসে এখন হিন্দুদের বন্ধু রয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের জয় বাংলাদেশ ও ভারতের হিন্দুদের কাছে জয়ের মুহূর্ত। সেই সঙ্গেই তিনি লিখেছেন, যে হিন্দুদের পাশে, ভগবানের আশীর্বাদ ওনার পাশে।’

বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করে বলেন, আমি হিন্দুদের আর ইন্ডিয়ার বড় ফ্য়ান। বিগ বিগ ফ্যান। হিন্দুদের পাশে থাকার কথা তিনি জানিয়েছিলেন ভোটের আগেই। এবার সেই পুরনো ভিডিয়ো, পুরনো ছবি শেয়ার করলেন শুভেন্দু। বাস্তবিকই এবার ট্রাম্পের জয়ে উল্লসিত বাংলাদেশের হিন্দুরা। মূলত বাংলাদেশের সংখ্য়ালঘুরা এখন ট্রাম্পকে তাঁদের ত্রাতা হিসাবে গণ্য করছেন।
শুধু বাংলাদেশের হিন্দুরাই নন, ভারতের হিন্দুরাও যে কিছুটা হলেও সুরক্ষিত বোধ করবেন তার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে বাস্তবে শেষ পর্যন্ত কী হবে সেটা আরও কিছুটা সময় না গেলে বোঝা যাবে না। বিরাট শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক দুনিয়ায় এর প্রভাব কতটা পড়বে সেটা নিয়ে নানা কৌতুহল রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed