February 11, 2025

লেয়নডস্কির জোড়া গোলে জয়, চ্যাম্পিয়ন্স লিগে জিতল বার্সেলোনা, হার আর্সেনাল, প্যারিস সঁ জরমঁ-র

0
Bercelona

বার্সেলোনা বুধ রাতে রেড স্টার বেলগ্রেডকে হারিয়েছে ৫-২ গোলে। জোড়া গোল রবার্ট লেয়নডস্কির। হার আর্সেনাল এবং প্যারিস সঁ জরমঁ। হান্সি ফ্লিকের দল রেড স্টার বেলগ্রেডকে হারিয়েছে ৫-২ গোলে। জোড়া গোল রবার্ট লেয়নডস্কির। একই দিনে হেরে গিয়েছে আর্সেনাল এবং প্যারিস সঁ জরমঁ।বার্সেলোনার অলিম্পিক্স স্টেডিয়ামে দুই অর্ধে দু’টি গোল করেছেন লেয়নডস্কি। ১৩ মিনিটে রাফিনহার ফ্রিকিক থেকে প্রথম গোল ইনিগো মার্তিনেসের। ২৭ মিনিটে সেই গোল শোধ করে দেন বেলগ্রেডের সিলাস। বিরতির আগে প্রথম গোল লেয়নডস্কির। ৫৩ মিনিটে তিনিই ৩-১ এগিয়ে দেন বার্সাকে। এরপর রাফিনহা ও ফার্মিন লোপেস ৫-১ করেন। বেলগ্রেডের মিলসন আরও একটি গোল শোধ করেন। বার্সেলোনার রাইট ব্যাক জুলস কুন্ডে তিনটি অ্যাসিস্ট করেছেন। জিতে খুশি লেয়নডস্কি। বলেছেন, “আবার আজ আমরা ভাল খেলেছি। গোটা ম্যাচই নিয়ন্ত্রণে ছিল। তাই তিন পয়েন্ট পেয়েছি।”

মিলানের সান সিরো স্টেডিয়ামে হার আর্সেনালের। বিরতির আগে হাকান কালহানোগ্লুর পেনাল্টি থেকে এগিয়ে যায় ইন্টার। আর্সেনাল আর সমতা ফেরাতে পারেনি। ইন্টারে যোগ দেওয়ার পর ১৯টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছেন কালহানোগ্লু। দ্বিতীয়ার্ধে লড়াই করেও ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-২ গোলে হেরেছে পিএসজি। কিলিয়ান এমবাপে চলে যাওয়ার পর থেকে ছন্দে নেই ফ্রান্সের ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দ খুঁজে পাচ্ছে না। ওয়ারেন জাইরে-এমেরি এগিয়ে দিয়েছিলেন পিএসজি-কে। নাহুয়েল মোলিনা সমতা ফেরান। আতলেতিকোর হয়ে জয়সূচক গোল অ্যাঙ্খেল কোরিয়ার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed