December 11, 2024

দেড় হাজারের বেশি ক্রিকেটার নাম দিয়েছেন আইপিএল নিলামে! রিয়াধ নয়, আইপিএল নিলাম হবে সৌদি আরবের জেড্ডায় জানাল বিসিসিআই

0
IPL

মোট দেড় হাজারেরও বেশি ক্রিকেটার নাম দিয়েছেন আইপিএল নিলামে। আইপিএল ২০২৫-এর মেগা নিলামের জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ছিল ৪ নভেম্বর ২০২৪। নির্ধারিত সময়সীমায় এবছর আইপিএল নিলামের জন্য নাম দিয়েছেন মোট কতজন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলির ধরে রাখা ক্রিকেটার ছাড়া কোন দেশের কতজন করে খেলোয়াড় আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছেন। আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায়। এতদিন আইপিএল নিলামের সম্ভাব্য কেন্দ্র হিসেবে রিয়াধের নাম শোনা যাচ্ছিল। শেষমেশ রিয়াধকে টেক্কা দেয় সৌদির দ্বিতীয় বৃহত্তম শহর।


এবছর আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন মোট ১৫৭৪ জন। যাঁদের মধ্যে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১১৬৫ জন এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪০৯ জন। ১৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন ৩২০ জন। ঘরোয়া ক্রিকেটার রয়েছেন ১২২৪ জন এবং আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার রয়েছেন ৩০ জন। নিলামের জন্য নাম দিয়েছেন ৪৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় তারকা। আগে আইপিএল খেলেছেন ভারতের এমন ঘরোয়া ক্রিকেটার রয়েছেন ১৫২ জন। এছাড়া এখনও আইপিএল খেলেননি ভারতের এমন ঘরোয়া ক্রিকেটার রয়েছেন ৯৬৫ জন। নাম দিয়েছেন ২৭২ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা বিদেশি তারকা। আগে আইপিএল খেলেছেন এমন বিদেশি আনক্যাপড ক্রিকেটার রয়েছেন ৩ জন। এছাড়া এখনও আইপিএল খেলেননি এমন আনক্যাপড বিদেশি ক্রিকেটার রয়েছেন ১০৪ জন।

ভারত ছাড়া কোন দেশের কতজন করে ক্রিকেটার আইপিএল নিলামে নাম দিয়েছেন
১. আফগানিস্তান- ২৯ জন।
২. অস্ট্রেলিয়া- ৭৬ জন।
৩. বাংলাদেশ-১৩ জন।
৪. কানাডা- ৪ জন।
৫. ইংল্যান্ড- ৫২ জন।
৬. আয়ারল্যান্ড- ৯ জন।
৭. ইতালি- ১ জন।
৮. নেদারল্যান্ডস- ১২ জন।
৯. নিউজিল্যান্ড- ৩৯ জন।
১০. স্কটল্যান্ড- ২ জন।
১১. দক্ষিণ আফ্রিকা- ৯১ জন।
১২. শ্রীলঙ্কা- ২৯ জন।
১৩. আমিরশাহি- ১ জন।
১৪. আমেরিকা- ১০ জন।
১৫. ওয়েস্ট ইন্ডিজ- ৩৩ জন।
১৬. জিম্বাবোয়ে- ৮ জন।


সব ফ্র্যাঞ্চাইজি ২৫ জন ক্রিকেটারের কোটা পূর্ণ করলে ধরে রাখা খেলোয়াড় বাদ দিয়ে নিলাম থেকে দল পাবেন মোট ২০৪ জন তারকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যাসোসিয়েট সদস্য দেশগুলি থেকে ৩০ জন ক্রিকেটারের নামও থাকবে নিলামে। আবাদি আল জোহর এরিনা থেকে ১০ মিনিটের দূরত্বে একটি বিলাস বহুল হোটেলে সংশ্লিষ্ট সকলের থাকার ব্যবস্থা করেছেন বিসিসিআই কর্তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed