ক্রিকেট থেকে অবসর ঘোষণা সমাজমাধ্যমে! এবার বাংলার উইকেটকিপার কোচ ঋদ্ধিমান সাহা?

নিজের শেষ মরশুমে বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করতে চান ঋদ্ধি। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার এবছরই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছিলেন। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এবারের ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, অবসরের পর হয়তো বাংলার উইকেটকিপিং কোচের ভূমিকায় নতুন ইনিংস শুরু করবেন ঋদ্ধি।

রনজিতে ইতিমধ্যেই তিনটে ম্যাচ হয়ে গিয়েছে বাংলার। সামনেই কর্নাটক আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। তারপর গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচ আবার ঘরের মাঠে খেলবেন অনুষ্টুপ মজুমদাররা। যদি বাংলা নক আউটে না যেতে পারে তাহলে ঋদ্ধির অবসরের শেষ ম্যাচটি হবে কলকাতাতেই। রবিবার স্যোশাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করতে গিয়ে আবেগে ভেসে যান উইকেট কিপার-ব্যাটার। লেখেন, “এই মরশুমই আমার শেষ মরশুম। শেষবারের মতো বাংলার হয়ে নামতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অবসরের আগে শেষবার রনজি ট্রফিতে নামতে চাই। আমার এই ক্রিকেট জীবনে যাঁরা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। এই মরশুমটাকেও স্মরণীয় করে রাখতে চাই।”

ঋদ্ধিমান দেশের শেষ ধ্রুপদী উইকেটকিপার। ব্যাটিংয়ের হাতও দুর্দান্ত ছিল। যদিও সময়ের সঙ্গে তাতে প্রভাব পড়েছে। জাতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ, আইপিএলে গুজরাট টাইটান্স তাঁকে রিটেন করেনি। দেওয়াল লিখন পড়ে ফেলেছেন। মনে করা হচ্ছে, সে কারণেই এমন সিদ্ধান্ত। বাংলা থেকেই ভারতীয় ক্রিকেটে উত্থান। আর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলেই ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাতে চান। দেশের জার্সিতে ৪০টি টেস্ট এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্সের হয়ে মোট ১৭০ ম্যাচ খেলেছেন। বাংলার হয়ে খেলছেন ২০০৭ থেকে। ২০২২ অবধি বাংলার নিয়মিত সদস্য। ২০২২ সালে বাংলা ক্রিকেট সংস্থার এক কর্তার অপমানজনক মন্তব্যের কারণে বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়েছিলেন। সেখানে দু-মরসুম খেলে এ বার প্রত্যাবর্তন করেছেন। এর নেপথ্যে রয়েছেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
https://x.com/Wriddhipops/status/1853124866897322232?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1853124866897322232%7Ctwgr%5E2965601912abcd1676086e3ce8aed77d09a6d3bb%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fsports%2Fcricket-news%2Fthis-season-will-be-my-last-wriddhiman-saha-announces-retirement-1132392.html
ঋদ্ধির লক্ষ্য নিজের শেষ মরশুমে বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করা। অবসর আরও স্মরণীয় করে রাখার চেষ্টায় অবিচল। এবারের মরশুমে তিনি সাদা বলের ক্রিকেট খেলবেন না। অবসর ঘোষণা করবেন বলে এবারে আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়েও রেখেছিলেন। লাল বলের ক্রিকেট থেকেই অবসর নিতে চান। ক্রিকেট ছেড়ে হয়তো একেবারেই সরে যাবেন না ঋদ্ধি। সূত্রের খবর, বাংলা দলের হয়ে নতুন ভূমিকায় অর্থাৎ উইকেটকিপিং কোচ হিসাবে ঋদ্ধিকে দেখা যেতে পারে পাপালিকে?