কন্যা সানার জন্মদিনে মানবসেবায় সৌরভ, জঙ্গলমহলের গ্রামের বাসিন্দাদের মুখে মহারাজের প্রশংসা

মানবসেবায় ফের দৃষ্টান্ত স্থাপন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের কন্যা সানার জন্মদিন ছিল গতকাল। আর সেই উপলক্ষে সৌরভ হাসি ফোটালেন জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের মুখে। এই মুহূর্তে পরিবারের সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি লন্ডনে রয়েছেন। কিছুদিন আগেই বাংলার জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন সেই সময় বিপন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছিল ত্রিপল এবং শুকনো খাবার-সহ রেশন সামগ্রী। ফাউন্ডেশনের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ত্রিপল ও রেশন বণ্টনের যাবতীয় ব্যবস্থাপনার তদারকি করেন সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য।

দুর্গাপুজোর সময় সৌরভ দুঃস্থ মানুষজনের জন্য অন্নসংস্থানের বন্দোবস্ত করেন। একটি অনাথ আশ্রমে গিয়ে সৌরভ শিশুদের হাতে নতুন বস্ত্র-সহ পুজোর উপহার তুলে দেন। নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছিল বৃদ্ধাবাসের আবাসিকদের হাতেও। এমনকী ওই অনাথ আশ্রমে থাকা পড়ুয়াদের পড়াশোনায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানবিক মহারাজ।

করোনা পরিস্থিতি হোক বা প্রাকৃতিক দুর্যোগ- সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন সব সময়ই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে দৃষ্টান্ত স্থাপন করে। এমনকী দুঃস্থদের ক্যানসারের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা কমানোরও উদ্যোগ সৌরভ নিয়েছেন এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে।নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে বাংলায়। এই সময় জঙ্গলমহলের মানুষের পাশে দাঁড়ালেন সৌরভ। গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত মুজরাপাল গ্রামের অসহায়, দুঃস্থ মানুষজনের জন্য কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠালেন সৌরভ।

সৌরভ লন্ডনে রয়েছেন পরিবারের সঙ্গে। কন্যা সানার জন্মদিন উদযাপন ঘরোয়াভাবে সেখানেই হয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে সৌরভ এবার ফের মানবিক দৃষ্টান্ত রাখলেন। মুজরাপাল গ্রামের বাসিন্দাদের পাশাপাশি সেখানকার ইটভাটার কর্মীরা সৌরভের এই উপহার পেয়ে যারপরনাই আনন্দিত। তাঁদের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সানার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আশীর্বাদও জানান প্রবীণ মানুষজন।

শীতবস্ত্র পেলেন এক দৃষ্টিহীনও। যিনি সৌরভকে কোনওদিন দেখেননি বা দেখতে পারবেনও না। কিন্তু ‘সৌরভদা’-র মানবিক মুখের ছবি গেঁথে রইল তাঁর হৃদয়ে, মনের মণিকোঠায়।