January 16, 2025

রবিবার ভাইফোঁটার দিনই সানার জন্মদিন, ২৩ পূর্ণ, মেয়ের জন্মদিনে লন্ডনে সৌরভ-ডোনা

0
Sana Ganguly

৩ নভেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার জন্মদিন। ২৩ বছর পূর্ণ করলেন সৌরভ কন্যা। এমনিতেই রবিবার ছিল বাঙালি ঘরে ঘরে উৎসব। কারণ দিনটি ছিল ভাইফোঁটার। আর সেদিনই সানার জন্মদিন। মেয়ের জন্মদিনে সঙ্গে সৌরভ-ডোনা। রবিবার ছিল বাঙালি ঘরে ঘরে উৎসব। কারণ দিনটি ছিল ভাইফোঁটার। সানার জন্মদিনে গঙ্গোপাধ্যায় পরিবারে খুশি দ্বিগুণ।

সানার জন্মদিন কলকাতায় নয়, কাটল বিলেতে। চাকরিসূত্রে লন্ডনে থাকেন সানা। সেখানেই ২৩তম জন্মদিন কাটালেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। সৌরভ নিজেও এখন লন্ডনে। মেয়ের জন্মদিনে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘‌সুন্দরী সানা, তোকে জন্মদিনের শুভেচ্ছা আর অনেক ভালবাসা।’‌

সৌরভ-জায়া ডোনাও রয়েছেন লন্ডনে। মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‌বার্থ ডে গার্লের সঙ্গে। জন্মদিনের অনেক শুভেচ্ছা সানা।’‌ ডোনা ও সানা, দুজনই পরেছেন শাড়ি। মা-মেয়ের যুগলবন্দি। ভারতীয় মহিলাদের সবচেয়ে সুন্দর লাগে শাড়িতেই। ডোনা পরেছিলেন ধূসর রংয়ের শাড়ি। আর সানার পরনে ছিল লাল প্রিন্টেড শাড়ি।

বন্ধু ও পরিবারের সঙ্গে লন্ডনে কেক কাটেন সানা। জোড়া কেক আনা হয়েছিল সৌরভ-কন্যার জন্য।লন্ডনেই বন্ধু ও বাবা-মায়ের সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া। জন্মদিন ভালই কেটেছে সানার। লন্ডনেই বন্ধু ও বাবা-মায়ের সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া।

বাবা মা ও বন্ধুদের সঙ্গে লন্ডনে জন্মদিন দারুন দারুন কেটেছে সানার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed