নিউজিল্যান্ডকে অল আউট করেও লাভ হল না, ৭ বলে ৩ উইকেট পড়ল! ‘অপ্রত্যাশিত’ ব্যাটিং ভরাডুবিতে ফের ব্যাকফুটে ভারত
আধঘণ্টার ব্যাটিং ভরাডুবিতে ফের ব্যাকফুটে ভারত। শুক্রবার ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে অল আউট করে দেন রোহিতরা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর চার উইকেট হারিয়ে ৮৬ রান। এখনও ১৪৯ রানে পিছিয়ে রোহিতরা। তৃতীয় সেশনে শেষের দিকে ওপেন করতে নামেন রোহিত এবং জয়সওয়াল। দুজনেই বেশ ভাল শুরু করেছিলেন। মুম্বই টেস্টের ৫ উইকেটের সাহায্যে জাডেজা এ দিন টপকে গিয়েছেন জাহির খান এবং ইশান্ত শর্মাকে। ৩১৪টি উইকেট নিয়ে টেস্ট উইকেটের সংখ্যায় ভারতীয়দের মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছেন জাডেজা।
ম্যাট হেনরির একটি লাফিয়ে ওঠা বলে এজ দিয়ে আউট হন রোহিত। নাইট ওয়াচম্যান হিসেবে নামা মহম্মদ সিরাজ আউট হন শূন্য রানে। যশস্বী জয়সওয়ালও বোল্ড হন আজাজ প্যাটেলের বলে। চারে ব্যাট করতে নামা কোহলি রান আউট হন ছয় রানের মাথায়। মিড অনের দিকে পুশ করে সিঙ্গল নিতে গিয়েছিলেন বিরাট। ড্যারেল মিচেলের থ্রো সোজা উইকেটে লাগে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং শুভমান গিল। মুম্বইয়ের ওয়াংখেড়েতে মাত্র ২৩৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। আবার বাজিমাত স্পিনারদের। ৯ উইকেট নেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর।
প্রথম সেশনে ৩ উইকেট হারায় কিউয়িরা। কিন্তু দ্বিতীয় সেশনের শেষে এবং তৃতীয় সেশনের শুরুতে নিউজিল্যান্ডের মিডল অর্ডারে ধস নামান জাদেজা এবং ওয়াশিংটন। মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারায় কিউয়িরা। ডেভন কনওয়ের উইকেট দিয়ে দিনের শুরুটা করেন আকাশ দীপ। তারপরই দখল নিয়ে নেন ওয়াশিংটন। পুনের পর মুম্বইতেও সফল। মধ্যাহ্নভোজের আগেই ফেরান টম লাথাম (২৮) এবং রচিন রবীন্দ্রকে (৫)। বাকি কাজটা সারেন জাদেজা। ভারতীয় ব্যাটারেরা যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, তা আরব সাগরের সন্ধের আলোয় পরিষ্কার। দিনের খেলার শেষে রবীন্দ্র জাডেজাও মেনে নিলেন অপ্রত্যাশিত ধস নেমেছে ভারতীয় ইনিংসে।