November 2, 2024

মমতার বাড়ির কালীপুজোর পদার্পণ ৪৭ বছরে, ‘১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন’,

0

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো। প্রতি বছরের মতো এ বছরেও ধুমধাম সহকারে কালীপুজো আয়োজিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। নিষ্ঠা ভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন দিদি। এবারেও সেই ছবির অপেক্ষায় রাজ্য। আজ দীপান্বিতা কালীপুজোর তিথির আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী প্রতিমার ছবি প্রকাশ্যে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন মমতা নিজে। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, চলতি বছরে তাঁর বাড়ির পুজো ৪৭ বছরে পা দিচ্ছে। তাঁর মায়ের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। সেই ঘটনার কথা লিখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।

https://x.com/MamataOfficial/status/1851635328559595608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1851635328559595608%7Ctwgr%5E466781d30cd9ed89c8942ad7f9620e0dc19b5adc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fkalipuja-at-mamata-banerjee-s-house-touches-47-years-see-the-first-look-of-devi-in-2024-31730335152186.html

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির পুজোয় নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে প্রশাসনিক আমলারাও উপস্থিত থাকেন। দেখা যায় বহু সেলেব থেকে তারকা খেলোয়াড়কে। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে কালীঘাটে ভিড় জমান বহু মানুষ। নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন মমতা। তাঁদের সঙ্গে গল্প করে কিম্বা গানের সুরে সন্ধ্যা থেকেই সময় কাটাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর মায়ের ভোগে থাকে খিচুড়ি। সঙ্গে থাকে লাবড়া। এছাড়াও বেগুন ভাজা সহ ৫ রকমের ভাজা থাকে মায়ের পুজোর ভোগের পদে। সঙ্গে থাকে চাটনি ও পায়েস। বাড়ির কালীপুজোয় গোটা আয়োজন নিজে দাঁড়িয়ে থেকে দেখভাল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed