আইপিএল ২০২৫-এর মেগা নিলাম? ১০টি দলের নজরে শ্রেয়স-পন্ত-লোকেশ রাহুলের ভবিষ্যৎ
৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে যে, ২০২৫-এর মেগা নিলামের আগে পুরনো স্কোয়াডের কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে। সুতরাং, স্পষ্ট হয়ে যাবে যে, কোন ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিচ্ছে কাদের। আইপিএলের সম্ভাব্য রিটেনশন একেবারে শেষ মুহূর্তে। কলকাতা নাইট রাইডার্স সম্ভবত ধরে রাখছে না তাদের আইপিএল জেতানো ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে। শোনা যাচ্ছে আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিচ্ছে কেকেআর। কলকাতার রিটেনশনের তালিকায় থাকতে পারেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন ও দ্রে রাস।
দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্তকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে পারে। আবার শেষমেশ পন্তের দিল্লি স্কোয়াডে থেকে যাওয়ার সম্ভাবনা থাকছেও। পন্তকে নিয়ে দোলাচলতা থাকলেও দিল্লি রিটেন করতে পারে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস ও অভিষেক পোড়েলকে।
আরসিবির রিটেন করা প্লেয়ারের তালিকায় বিরাট কোহলিকে ধরে রাখবে। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে ফিরতে পারেন। যশ দয়ালের উপর আস্থা রাখতে পারে আরসিবি। নিলামে আরটিএম কার্ড ব্যবহার করে সিরাজদের দলে ফেরাতে পারে বেঙ্গালুরু।
লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লোকেশ রাহুলের সম্পর্ক ছিন্ন করার সম্ভাবনা প্রবল। লখনউএর প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে নিকোলাস পুরান। সেই সঙ্গে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় থাকতে পারেন মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, মহসিন খান ও আয়ুষ বাদোনি।
গুজরাট টাইটানস তাদের ক্যাপ্টেন শুভমন গিল ও রশিদ খানকেও স্কোয়াড থেকে ছাড়তে রাজি নয়। সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে ধরে রাখতে পারে টাইটানস।
চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখবে, এতে অবাক হওয়ার কিছু নেই। সেই সঙ্গে তারা রিটেন করতে চলেছে ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়কে। রবীন্দ্র জাদেজা, শিবম দুবে ও মাথিসা পথিরানা থাকতে পারেন চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায়।
পাঞ্জাব কিংস ধরে রাখতে পারে আর্শদীপ সিং ও শশাঙ্ক সিংকে। আর্শদীপকেও পাঞ্জাব ছেড়ে দিতে পারে বলে খবর। মুম্বই ইন্ডিয়ান্স শেষমেশ রোহিত শর্মাকে স্কোয়াডে ধরে রাখতে পারে। সেই সঙ্গে নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও থাকছেন মুম্বইয়ের স্কোয়াডে। মুম্বই ধরে রাখতে চলেছে জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে। ইশান কিষানকে তারা নিলাম থেকে আরটিএম কার্ডে দলে ফেরাতে পারে।
সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রধান ক্রিকেটারদের ধরে রেখে নিতান্ত কম টাকা নিয়ে নিলামে বসতে পারে। সানরাইজার্স ধরে রাখতে পারে ক্যাপ্টেন প্যাট কামিন্সকে। ধরে রাখা ক্রিকেটারের তালিকায় থাকতে পারেন এনরিখ ক্লাসেন, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ও নীতীশ রেড্ডি।
রাজস্থান রয়্যালস সঙ্গত কারণেই ধরে রাখতে চলেছে তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে। যদিও জোস বাটলারকে ছেড়ে দিতে পারে তারা। রাজস্থান ছেড়ে দিতে পারে অশ্বিন-চাহালকেও। বদলে তারা রিটেন করতে পারে যশশ্বী জসওয়াল ও রিয়ান পরাগকে।