November 2, 2024

টলিউডের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘‌ভাই’‌?‌ টলিপাড়া সরগরম, স্বরূপের বিরুদ্ধে ২৩ কোটির মানহানির মামলা পরিচালকদের

0

বিক্ষোভের আগুন নেভেনি। হরেক দুর্নীতিতে জড়িয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ দীপাবলির আগে ফের উত্তপ্ত টলিউড। এর আগেও কিশোর ভারতী স্টেডিয়াম থেকে ব্যাবসা করে টাকা তোলাবজিতে নাম জড়িয়ে ছিল স্বরূপ বিশ্বাসের। টলিউডের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘‌ভাই’‌ বলে অভিযোগ?‌ এবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরগরম টলিউড। দীপাবলির আগে ফের উত্তপ্ত টলিউড। ২৩৩ জন পরিচালক রীতিমতো ক্ষুব্ধ। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন ২৩৩ জন পরিচালক। সোমবার রাতে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে। ‘ডিরেক্টর্স গিল্ড’- এর সভাপতি সাংবাদিক-পরিচালক সুব্রত সেন এই খবরে সিলমোহর দিয়েছেন। খবরের সত্যতা জানিয়েছেন কমিটির এগজিকিউটিভ বডির অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়।

স্বরূপ পুজোর আগে বলেছিলেন, বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশ ছবির পরিচালক। সেই সময়েই সংগঠনের অন্তর্ভুক্ত পরিচালকেরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। সেপ্টেম্বরে টলিউডের ৬০ শতাংশ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ তুলে হইচই ফেলেছিলেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে নোটিস পাঠান টলিপাড়ার পরিচালকরা। এবার ২৩৩ জন পরিচালক তাঁর বিরুদ্ধে ২৩ কোটির মানহানি মামলা দায়ের করলেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। ঘটনার প্রতিক্রিয়া জানার জন্য স্বরূপ ফোনে এবং হোয়াটস্যাপে স্বরূপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। অনেকটা নিজের চারিত্রিক অভ্যাসগত ভাবেই ফেডারেশন সভাপতির তরফ থেকে কোনও সাড়া মেলেনি।

সুব্রত বলেন, “কোনও সংগঠন এই রকম পদক্ষেপ করতে পারে না। পরিচালকেরা এক জোট হয়ে ব্যক্তিগত স্তর থেকে এই পদক্ষেপ করেছেন।” মামলা দায়ের হয়েছিল আগেই। সোমবার রাতে সেই কাগজ হাতে পান মামলা দায়েরকারীরা। তালিকায় সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, সুদেষ্ণা রায় সহ ২৩৩ জন পরিচালক মামলা দায়ের করেছেন। মামলার নথিপত্রে কী রয়েছে? এই মামলায় তৃণমূল ঘনিষ্ঠ রাজ চক্রবর্তী-সহ অন্যান্যদের সই ছিল কিনা সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। রাজ চক্রবর্তী কি স্বরূপের বিরুদ্ধে দায়ের করা মামলার নথিতে সই করেছেন? উঠে আসছে অনেক প্রশ্ন?‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed