February 17, 2025

ফিটনেস সার্টিফিকেট হাতে মহম্মদ সামি!‌‌ অস্ট্রেলিয়া গামী বিমানে উঠতে চলেছেন বাংলার পেসার?‌

0
Mahammad Sami

বোর্ডের তরফে ফিটনেস সার্টিফিকেট হাতে পেতে চলেছেন মহম্মদ সামি। বাংলার হয়ে পরের দুটি রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারেন। সেখানে সফল হলেই ডাক অস্ট্রেলিয়া সফরের জন্য। কবে মাঠে ফিরবেন মহম্মদ সামি? জোর জল্পনা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাক প্রসঙ্গে জল ঢেলে দেয় নতুন করে পাওয়া চোট। আপাতত সামিকে নিয়ে ভালো খবর পাওয়া যাচ্ছে। বোর্ডের তরফে ফিটনেস সার্টিফিকেট হাতে পেতে চলেছেন এই ভারতীয় পেসার। বাংলার পেসার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিটনেসের উপর কাজ করছেন। সম্প্রতি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেটে বল করতে দেখা যায় তাঁকে। বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্বাবধানে বেশ অনেকক্ষণ বোলিং করেন।

ভারতীয় পেসারও ঘনিষ্ঠমহলে দাবি করেছেন তিনি ম্যাচ খেলার জন্য প্রায় ফিট, শুধু আর কিছুদিনের অপেক্ষা। বাংলার পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচেই বল হাতে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা। আপাতত বাংলার হয়ে দু’টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘আমার সঙ্গে ওর কথা হয়েছে। পরের দুটো ম্যাচে সামি খেলতে পারে’। শুধু রঞ্জি নয়, অস্ট্রেলিয়া সফরেও দেখা যেতে পারে শামিকে। যদি ফিটনেস বাধা না হয়ে দাঁড়ায় তাহলে ধরেই নেওয়া যায় অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সামি। অস্ট্রেলিয়া সফরের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় মহম্মদ সামির নাম নেই। বোর্ডের সদস্যের কথা্য, ‘সামি দলের অটোমেটিক চয়েস। যখন দল নির্বাচন হয়, তখন সামির ফিটনেস সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু সেই সময় ফিটনেস নিয়ে ক্লিয়ারেন্স না আসায় তাঁকে দলে রাখা সম্ভব হয়নি। যখনই ওর ফিটনেস নিয়ে সার্টিফিকেট চলে আসবে, তখন ওকে দলে ডেকে নেওয়া হবে। তার মতো ক্রিকেটারকে দলের বাইরে রাখা সম্ভব নয়’। অর্থাৎ রঞ্জি ট্রফির দুই ম্যাচে ফিটনেস নিয়ে সম্যসা না সৃষ্টি হয় তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সামি ভারতীয় দলে নিশ্চিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed