February 17, 2025

বলে-ব্যাটে রাধার লড়াই ব্যর্থ, দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

0
India vs Newzealand

প্রথম বল হাতে নিলেন চার উইকেট। পরে ব্যাট হাতে করলেন ৪৮ রান। ক্যাচ নিয়েও দলকে জেতাতে পারলেন না রাধা যাদব। নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৭৬ রানে হেরে গেল ভারত। ঝাঁপিয়ে পড়ে দু’টি ক্যাচও নিলেন। তবু দলকে জেতাতে পারলেন না রাধা যাদব। নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৭৬ রানে হেরে গেল ভারত। সিরিজে সমতা ফেরাল। মঙ্গলবার তৃতীয় ম্যাচ।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে নিউজিল্যান্ড। দুই ওপেনার সুজি বেটস এবং জর্জিয়া প্লিমার অনায়াসে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৮৭ রানের মাথায় দীপ্তি শর্মার বলে আউট হন প্লিমার ৪১ রানে। লরেন ডাউনকে ৩ রানে আউট হলেও বেটসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক সোফি ডিভাইন। বেটস ৫৮ অর্ধশতরান করে আউট হওয়ার পর ব্রুক হ্যালিডেও ৮ রান করে আউট হন। ম্যাডি গ্রিন ৪২ ও ডিভাইন ৭৯ রান করেন। ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ তোলে ইংল্যান্ড।

জবাবে প্রথম ওভারেই স্মৃতি মন্ধানা ০ রানে আউট হন। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দেন। কিছু ক্ষণ পরে ফেরেন শেফালি বর্মা ১২ ও চোট সারিয়ে এই ম্যাচে ফেরা অধিনায়ক হরমনপ্রীত কউর ২৪ রান করেন। রাধা যাদভ ৪৮ এবং সাইমা ঠাকোরের ২৯ রানের জন্য লজ্জার হার থেকে বাঁচে দল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed