২টি স্কোয়াডে চার নাইট তারকা,বাদ সামি! কোচ গম্ভীরের জমানায় ভারতীয় দলে কেকেআর ক্রিকেটারদের ছড়াছড়ি,

দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ সিরিজ ও বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় স্কোয়াডে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা সুযোগ পেলেন। গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পরে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফের দল থেকে অভিষেক নায়ার ও রায়ান টেন ডাসকাটেকে টিম ইন্ডিয়ার অন্দরমহলে টেনে নিয়েছেন। শুধু সাপোর্ট স্টাফের দলেই নয়, বরং ভারতীয় স্কোয়াডেও কেকেআরের ক্রিকেটারদের উল্লেখযোগ্য উপস্থিতি। শুক্রবার বিসিসিআই দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ সিরিজ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের টেস্ট দল ঘোষণা করে। ২টি স্কোয়াডে কলকাতা নাইট রাইডার্সের মোট ৪ ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

গম্ভীর কোচ হওয়ার আগে থেকেই রিঙ্কু সিং জাতীয় দলের আঙিনায় যোগ্য দাবিদার হওয়া সত্ত্বেও গত টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি। গম্ভীরের জমানায় টি-২০ স্কোয়াডে রিঙ্কুর উপস্থিতি কার্যত বাধ্যতামূলক। জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবেন টি-২০ সিরিজ খেলতে। বরুণ চক্রবর্তীরও গম্ভীর কোচ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। পরে জাতীয় দল থেকে বাদ পড়তে হয় কেকেআরের রহস্য স্পিনারকে। গম্ভীরের জমানায় টানা ২টি টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন বরুণ। দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন। গম্ভীর কোচ হওয়ার পরেই হর্ষিত রানা জাতীয় দলের আঙিনায় থাকলেও টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামার সুযোগ হয়নি। কেকেআরের তারকা পেসার এবার বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের স্কোয়াডে জায়গা পেলেন। রোহিত শর্মাদের সঙ্গে উড়ে যাবেন অস্ট্রেলিয়া সফরে। গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পরেই জাতীয় নির্বাচকদের চর্চায় চলে আসেন রমনদীপ সিং। ক্রিজে এসেই বড় শট খেলতে পারেন। পার্টটাইমার হিসেবে ডানহাতে পেস বলও করেন। সেই সঙ্গে দুর্দান্ত ফিল্ডার। রমনদীপ এমার্জিং টিমস এশিয়া কাপে ভারতীয়-এ দলের হয়ে মাঠে নামেন এবং ব্যাটে-বলে নজর কাড়েন। দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ সিরিজের দলে নাম লিখিয়ে নিলেন কেকেআরের তারকা অল-রাউন্ডার। বাংলার ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার সুযোগ পাচ্ছেন ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করার পুরস্কার পাচ্ছেন অভিমন্যু। প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন আকাশ দীপ। রিজার্ভদের মধ্যে রয়েছেন মুকেশ কুমার। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রত্যাশিত ওই টেস্ট সিরিজ।
https://x.com/BCCI/status/1849852590823178575?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1849852590823178575%7Ctwgr%5Ef7325cfb65ce8a81f6444716be9e1591e5785094%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fbcci-announces-team-for-border-gavaskar-trophy%2F
বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। (রিজার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্যও দল ঘোষণা করা হয়েছে। ওই দলে সুযোগ পেয়েছেন কেকেআর তারকা রমণদীপ সিং। দলে রয়েছেন: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক বর্মা, জিতেশ শর্মা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রমণদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার ভিশক, আভেশ খান, যশ দয়াল