February 18, 2025

‘ল্যান্ডফল’ শেষ!‌ শুক্রে ভারী বৃষ্টি ১৫ জেলায়, শক্তি হারিয়ে ‘সাধারণ’ হয়েছে ‘দানা’? লাল সতর্কতা ৪ জেলায়, ১০০ কিমি বেগে ঝড়?

0
Cyclone Dana

ঘূর্ণিঝড় ‘ডেনা’র ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ স্থলভাগে ঢুকতে শুরু করেছিল ঘূর্ণিঝড়। সারা রাত ধরে সেই প্রক্রিয়া চলে। শুক্রবার ভোরে স্থলভাগ অতিক্রম করেছে ঘূর্ণিঝড়ের ‘লেজ’ অর্থাৎ শেষ অংশ। ‘ল্যান্ডফল’ চলাকালীন ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে সকালে ‘ল্যান্ডফল’ শেষ হওয়ার পর গতি কিছুটা কমেছে। বর্তমানে উপকূল এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনও এই ঘূর্ণিঝড় ‘তীব্র’ আকারে রয়েছে। দুপুরের মধ্যে তা আরও কিছুটা শক্তিক্ষয় করে সাধারণ’ হবে।পশ্চিমবঙ্গের ১৫টি জেলায় ভারী বৃষ্টি হবে আজ। তার মধ্যে চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’-র দাপটে ঝোড়ো হাওয়াও বইবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট।

শুক্রবার উত্তরবঙ্গের চার জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি। চারটি জেলারই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে প্রবল ভারী বৃষ্টিও ২০০ মিলিমিটারের বেশি হবে। বাকি ১১টি জেলাতেও সতর্কতা জারি। ১১টি জেলার মধ্যে শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া বা বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি। বাকি পাঁচ জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে ভারী বৃষ্টি ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার। হলুদ সতর্কতা জারি। শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাগরদ্বীপ এবং সুন্দরবনে দক্ষিণ ২৪ পরগনা ঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ কিমি। দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে সর্বোচ্চ বেগ ৯০ কিমি থাকতে পারে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও বাঁকুড়ায় ঝড়ের সর্বোচ্চ বেগ থাকবে ঘণ্টায় ৮০ কিমি। উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি। বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি।

কলকাতার আবহাওয়া মূলত মেঘলা আকাশ থাকবে। কয়েকটি দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। একটি বা দুটি দফায় ঝেঁপে বৃষ্টি নামবে। সকালের দিকে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৮০ কিমিতে নেমে যেতে পারে। পরে ক্রমশ সেটা কমে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে।

শনিবার দক্ষিণবঙ্গের ১২টি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি, জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ১১টি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।

শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই চারদিন উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। কোনও জেলায় জারি নেই সতর্কতা।

বুধবার অর্থাৎ কালীপুজোর আগেরদিন সামান্য বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed