November 2, 2024

সাংসদ পদ থেকে বরখাস্থ তৃণমূল সাংসদ?‌ দায়ের হতে পারে এফআইআর, বোতল ছুড়ে বিপদে কল্যাণ

0

যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বোতল ভেঙে ছোড়ার ঘটনা। রীতিমতো অপরাধমূলক কর্মকাণ্ড। নিজের হাত কেটেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এবার তাঁর সংসদের সদস্যপদ কাটার জন্য তৎপর বিজেপি সাংসদরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইয়ার দায়ের ও তাঁকে সংসদ থেকে সাসপেন্ড করার দাবি জানিয়ে স্পিকার ওম বিড়ালকে চিঠি দিলেন বিজেপি সাংসদরা। বিষয়টি সংসদের এথিকস কমিটির কাছে পাঠানোর দাবি।

ওয়াকফ বিল সংক্রান্ত সংসদের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বেনজির ঘটনা ঘটে মঙ্গলে। অভিযোগ, বৈঠক চলাকালীন উত্তেজিত হয়ে কাচের জলের বোতল ভেঙে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের দিকে ভাঙা বোতল ছুঁড়ে মারেন কল্যাণ। বোতল ভাঙতে গিয়ে কল্যাণের নিজের হাতই কেটে যায়। হাতে ৬টা সেলাই করতে হয়েছে। যৌথ সংসদীয় কমিটির ১টি বৈঠক থেকে কল্যাণকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কমিটি।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন যৌথ সংসদীয় কমিটির বিজেপির সদস্যরা। চিঠিতে তাঁরা লিখেছেন, কল্যাণ যে আচরণ করেছেন তা সংসদীয় শালীনতার সঙ্গে মানানসই নয়। যে অপরাধমূলক কাজ করেছেন তাতে আরও ভয়ানক কিছু ঘটতে পারত। এই ঘটনার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা উচিত। বিষয়টি পাঠানো উচিত সংসদের এথিকস কমিটিতে। কল্যাণের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করা উচিত স্পিকার ওম বিড়লার। ঘটনাটি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার তৃণমূল সাংসদ কল্যাণের। এরকম বিভ্রান্তকর আচরণের বহু নজির রয়েছে তৃণমূল সাংসদের বলে আভিযোগ। চিত্রসাংবাদিকের ছবি তোলা নিয়ে নক্কারজনক নাচের অভিযোগও রয়েছে কল্যাণের বিরুদ্ধে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed