November 2, 2024

রঞ্জি ট্রফি জয়ের আশা এবারও ধীরে ধীরে ক্ষীণতর হচ্ছে?‌ বিহার ম্যাচের ভুল থেকে শিক্ষা সিএবি-র! কল্যাণী থেকে কেরল বনাম বাংলার রঞ্জি ট্রফির ম্যাচ সরল কলকাতায়!

0

বারে রঞ্জিতে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে পয়েন্ট পেলেও কেরল, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো শক্তিশালী দলের সঙ্গেও খেলা রয়েছে অনুষ্টুপ মজুমদারদের। কর্ণাটক এবং মধ্যপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বাংলা দলে অভিষেক পোড়েল, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণদের পাওয়া যাবে না।

গতবার রঞ্জি ট্রফিতে চূড়ান্ত ব্যার্থ হয় লক্ষ্মীরতন শুক্লদের বাংলা দল। কোচ হিসেবে তাঁর ওপরই আবারও ভরসা রেখেছে সিএবি। প্রথম ম্যাচেই উত্তর প্রদেশের বিরুদ্ধে এগিয়ে থেকে রঞ্জি অভিযানের শুরুতে তিন পয়েন্ট ঘরে তোলে বাংলা। দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা। কারণ একটি বলও না গড়ানোয়, ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পায় অনুষ্টুপ মজুমদারের দল। বড় সিদ্ধান্ত নিল বঙ্গ ক্রিকেট সংস্থা। ২৬ অক্টোবর থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠেই হওয়ার কথা ছিল কেরল বনাম বাংলা ম্যাচ। সেই ম্যাচই তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল। এবার এই ম্যাচ হবে কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে হবে এই ম্যাচ। এখানকার পরিকাঠামো এবং মাঠ, দুই বেশ ভালো। খেলা হওয়ার আশা রাখছে দুই দলই
বাংলা বনাম বিহার ম্যাচে একটি বলও গড়ায়নি কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকেডমির মাঠে। ফলে দুর্বল বিহারের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট বাংলা দল।

২৬ তারিখ থেকে ম্যাচ হওয়ার কথা। একদিন আগেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। ডানা ঘূর্ণীঝড়ের কারণে প্রবল বর্ষণের সম্ভাবনা। কলকাতায় ম্যাচ হলেও পুরো চার দিনই খেলা হবে কিনা সেই নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। যদিও বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠের মতো খেলার পরিণতি হবে না বলেই মনে করছে সিএবি। কল্যাণীতে বোলারদের রান আপের জায়গায় বৃষ্টির জল জমে গেছিল। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে খেলা হলে, দ্রুত সুপার সপার দিয়ে মাঠ শুকিয়ে ম্যাচ আয়োজন করার ব্যাপারে আশাবাদী আয়োজক সংস্থা সিএবি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed