রবিবার আসছেন অমিত শাহ, আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ?
২৩ অক্টোবর রাতে কলকাতায় আসছেন অমিত শাহ। ২৪ অক্টোবর বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন। এরপর আরামবাগ, কল্যাণী ও পেট্রাপোলেও শাহের কর্মসূচি থাকবে। বুধবারের সফর বাতিল ঘোষণার পর রবিবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বিধাননগরের বিজেপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগদান। রাজ্যে ঘূর্ণিঝড়ের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যই সফর বাতিল হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এই আবহাওয়ায় হেলিকপ্টার ওড়া সম্ভব নয়।
রবিবার কলকাতা আসবেন শাহ। সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের অনশনের মধ্যে শাহের কলকাতা আসার খবরে রাজনীতির ময়দানে শোরগোল। রাজ্যে বেজে উঠেছে উপনির্বাচনের দামামা। নির্বাচন নিয়ে শাহ কোনও মন্তব্য করবেন বলে মনে করছে না বিজেপির রাজ্য নেতৃত্ব। শাহের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা মা।
নির্যাতিতার বাবা-মা ইমেইলে অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এব্যাপারে তাঁরা বেশ কিছু কথা বলতে চান বলে জানিয়েছেন চিঠিতে। নির্যাতিতার বাবা-মা চিঠিতে লিখেছেন, মেয়ের মৃত্যুর পর থেকে অবিরাম মানসিক চাপে রয়েছেন তাঁরা। অসহায় বোধ করছেন তাঁরা। ন্যায়বিচারের লক্ষ্যে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের প্রাথমিক চার্জশিটে রয়েছে শুধু অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম। তবে নির্যাতিতার বাবা-মায়ের দাবি, যে ভাবে মেয়েকে খুন করা হয়েছে তা কখনও কারও একার কাজ হতে পারে না। প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের ওপর যাবতীয় আস্থা হারিয়ে ফেলেছেন তাঁরা? তাই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান তাঁরা। তবে কি এবার কেন্দ্রীয় সরকারের ওপরই আস্থা জ্ঞাপন করতে চলেছেন নির্যাতিতার বাবা-মা।