‘অবশেষে মিলেছে উপযুক্ত প্রমাণ’, আরজি কর কাণ্ডে সন্দীপের বিরুদ্ধে পেশ হবে চার্জশিট
আরজি কর মামলায় চার্জশিট পেশ করা হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আলিপুর আদালতে এমনটাই জানাল সিবিআই। আরজি করের ঘটনায় খুন থেকে দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ সহ আরও অনেকে। এর মধ্যে দুর্নীতি মামলাতেই আগে গ্রেফতার হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে বলে জানিয়েছে সিবিআই। আদালতে সিবিআই আইনজীবী জানান, ধৃতদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। আশিস পাণ্ডে সহ আরজি কর দুর্নীতি মামলায় ধৃত সবাইকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান বিচারক। আলিপুর মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতের শুনানিতে তদন্তকারী অফিসার দাবি করেন, আরজি করের দুর্নীতির মূল চক্রী হলেন সন্দীপ ঘোষ এবং তাঁর ঘনিষ্ঠরা।
আরজি কর ছাড়াও অন্যত্র দুর্নীতির জাল ছড়িয়ে দেওয়ার নেপথ্যেও সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডে রয়েছে বলে আদালতে দাবি করা হয়। সিবিআই বলছে, দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ সহ পাঁচজনের বিরুদ্ধে অতি শীঘ্রই চার্জশিট পেশ করা হবে। উল্লেখ্য, এই মামলায় সন্দীপ এবং আশিস ছাড়াও গ্রেফতার হয়েছে ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং সন্দীপের দেহরক্ষী আশরাফ আলি। সন্দীপ ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্কে বেআইনি লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে। এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করা মামলার তদন্ত চলছে। সন্দীপের শ্বশুরবাড়ির আত্মীয়দের নামে একাধিক সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, সন্দীপই নিজের আত্মীয়দের নামে এই সব সম্পত্তি কিনে থাকতে পারেন। সম্পত্তি কেনার ওই টাকা কোন উৎস থেকে এসেছে, তা জানতে সন্দীপের আত্মীয়দের লিখিত বয়ানও নেওয়া হয়েছে। সন্দীপের নিজের পরিবারের কয়েক জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। বেআইনি ভাবে যে সব সংস্থা হাসপাতালে ওষুধ সরবরাহ করেছিল, তাদেরই অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা সাদা করা হয়েছে বলে দাবি।