February 18, 2025

চুরি গেল অনশনকারীর ফোন?‌ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা তখন মঞ্চে!‌

0
Mamata

মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব শনিবার এসেছিলেন অনশনমঞ্চে। অনশনকারীদের সঙ্গে কথাও বলছিলেন। মঞ্চের কাছে পদস্থ পুলিশকর্তারাও ছিলেন। এদিকে এক অনশনকারী প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলছিলেন। এমনকী তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলছিলেন। সেই সময় কিছুক্ষণ পরে সেই জুনিয়র ডাক্তার বুঝতে পারেন তাঁর মোবাইল ফোনটা চুরি হয়ে গিয়েছে। অনশনকারী পরিচয় পাণ্ডার ফোনটি খোয়া যায় অনশন মঞ্চ থেকে। এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সেই ফোনের সন্ধান মেলেনি। তারপর সেই ফোনটিকে ট্র্যাক করা হয়। লোকেশন ট্র্যাক করে বোঝা যায় ফোনটি রয়েছে একটি ক্যাফের সামনে।

অনশন মঞ্চে সাধারণত সকলেই ঢুকতে পারেন এমনটা নয়। তবে শনিবার ভিভিআইপিরা অনশন মঞ্চে এসেছিলেন। সেই সময়ে পুলিশ প্রশাসনের অন্যান্য লোকজনের ভিড়ও ছিল। তবে সাধারণ মানুষ সেভাবে ছিলেন না। তাহলে ফোন নিল কে? তবে কি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল? এনিয়ে নানা সন্দেহ প্রকাশ করছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। পরিচয় পাণ্ডা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আজ যখন ভিভিআইপিরা এসেছিলেন তখন ফোনটা কাছেই ছিল। পরে রেখেছিলাম। হঠাৎ করে ফোনটা পাচ্ছি না। কল করলে দেখা যায় সুইচড অফ। এতজনের মাঝ থেকে ফোনটি নিল কে? তবে এই ফোন নেওয়ার পেছনে কি অন্য কোনও ফন্দি রয়েছে? তবে কি জুনিয়র ডাক্তাররা কাদের সঙ্গে যোগাযোগ করছেন সেটা দেখার জন্য এই ফোন চুরি করা হল? জুনিয়র ডাক্তাররা এনিয়ে নানা সন্দেহ প্রকাশ করছেন।

এদিকে ধর্মতলায় অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা এবং সায়ন্তনী ঘোষ হাজরার ‘আমরণ অনশন’এর ১৬তম দিনে শরীর ভাঙছে, সর্বক্ষণের যন্ত্রণা সঙ্গে নিয়েই দাবি আদায়ের লড়াইয়ে অবিচল। জুনিয়র ডাক্তারদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে শনিবার সকাল ১১টা থেকে ২৪ ঘন্টা প্রতীকী অনশনে যোগ দিয়েছেন টলিপাড়ার সাতজন। তালিকায় রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, চৈতি ঘোষাল, প্রতীক সেন, সৌম্য,দেবলীনা এবং তানিকা। অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে হাজির হয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সরাসরি প্রশ্ন তোলেন ‘সেলিব্রিটিরা কেন অনশন মঞ্চে?’ রাজ্য প্রশাসনের এই নিয়ে আপত্তি রয়েছে বলেও সরাসরি জুনিয়র ডাক্তারদের বলেন। চিকিৎসক কিঞ্জল নন্দ স্পষ্ট জানান, ‘এখানে কেউ কাউকে জোর করে এনে অনশন করায়নি। তাঁরা নিজেদের বিবেককে জাগ্রত করে, মেরুদণ্ড সোজা রেখে অনশন করতে এসেছেন।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed