নবান্নের ‘শর্ত’কে পাত্তা না! অনশন না তুলেই সোমে মুখ্যমন্ত্রীর বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা
অনশন তোলা হবে কি না, তা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত। নবান্নের তরফে মুখ্যসচিব ‘শর্ত’ দিয়েছিলেন অনশন তুলে নিয়ে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেন। তবে সেই শর্ত না মেনেই, অনশন না তুলে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ড ঘিরে আগস্ট থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। বর্তমানে ধর্মতলায় চলছে অনশন আন্দোলন। সোমবার বৈঠকে যোগ দেওয়ার বার্তা জানিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
ডাক্তারদের মধ্যে বৈঠক। রবিবার, এনআরএস মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়। তারপর বৈঠকের সিদ্ধান্ত ইমেল মারফৎ জানানো হয় মুখ্যসচিবকে। জানানো হয়েছে, অনশন তোলা হবে কি না, তা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। জেনারেল বডির বৈঠকের পর জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন,‘আমাদের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, এতদিন পরেও ১০ দফা দাবি নিয়ে উনি হয়তো জানেন না, বা তাঁকে জানানো হয়নি।’ তিনি বলেন, ‘তবে আমরা কি চাইছি, তা বিস্তারিতভাবে জানিয়েই মুখ্যসচিবকে ইমেল করেছি। প্রয়োজনে তা নিয়ে আমরা কাল কথা বলব। আমরা পূর্ব শর্ত ছাড়া বৈঠকে যোগ দিতে চাই। নির্দিষ্ট সময়ে আমাদের প্রতিনিধিরা যোগ দেবেন বৈঠকে। আমরা আশা করছি সদর্থক আলোচনা হবে।’ যদি সোমবারের আলোচনা থেকে সমাধান সূত্র কিছু না বের হয়, তাহলে চিকিৎসকরা কী করবেন? তার জবাবে জুনিয়র ডাক্তাররা বলছেন, তাহলে মঙ্গলবার থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি পালন করবেন তাঁরা। আগামীতে আন্দোলনের তীব্রতাও বাড়বে বলে জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ধমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ‘জুনিয়র ডাক্তারদের সরকার ধমক দিয়েছে, শর্ত দিয়েছে। মাথা উঁচু করে, শিরদাঁড়া বিক্রি না করে লড়াই করা জুনিয়র ডাক্তাররা সঠিক সিদ্ধান্তই নেবে। যাতে বাংলার মানুষ মনে করবে, তারা শিরদাঁড়াটা নারায়ণবাবুর মতো বিক্রি করে দেয়নি।’ কলকাতার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন মুখ্যসচিব। এর পর মুখ্যসচিবের ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের প্রস্তাব দেন। এমনকী সোমবার নবান্নে জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে বসার প্রস্তাব দেন তিনি। জুনিয়র ডাক্তারদের কথায় এমনকী ই মেইলের ভাষাও অবমাননাকর বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।