November 12, 2024

এক ইনিংসে ৪৫০ টপকেও হার ভারতের, দেশের মাঠে টেস্ট সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

0

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ভারত মাত্র ৪৬ রানে অল-আউট। দ্বিতীয় ইনিংসের দুর্দান্ত প্রত্যাবর্তনে টিম ইন্ডিয়া একসময় জয়ের সম্ভাবনাও তৈরি করে। শেষমেশ কিউয়িরা সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। ম্যাচে হার। দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের পালটা লড়াই ভারতীয় দলের হাল না ছাড়া মানসিকতার পরিচয়। ঘরের মাঠে টেস্টে এতবড় ইনিংস গড়ে ভারত কখনও ম্যাচ হারেনি।নতুন অধ্যায় রচনা করল টিম ইন্ডিয়ার। চিন্নাস্বামীর দ্বিতীয় ইনিংসের ৪৬২ রানই ভারতের হেরে যাওয়া কোনও হোম টেস্টের সর্বোচ্চ দলগত ইনিংস। এর আগে ভারত নিজেদের ডেরায় কখনও সাড়ে চারশোর বেশি রানের ইনিংস খেলে কোনও টেস্ট ম্যাচ হারেনি।

২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই বেঙ্গালুরুতেই এক ইনিংসে ৪৪৯ রান তোলা সত্ত্বেও টেস্ট হারতে হয়েছিল ভারতকে। এতদিন সেটিই ছিল হোম টেস্টে হেরে যাওয়া ম্যাচে ভারতের সর্বোচ্চ দলগত ইনিংস। চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টের এক ইনিংসে ৪৩৬ রান তুলে ম্যাচ হারতে হয় টিম ইন্ডিয়াকে। সেটি তালিকার তৃতীয় স্থানে। ১৯৯৮ সালে বেঙ্গালুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২৪ রান তুলে টেস্ট হারতে হয় ভারতকে। ১৯৮৫ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ৪১২ রান তুলে টেস্ট হারে ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসের ৪৬ রান ঘরের মাঠে ভারতের সব থেকে ছোট টেস্ট ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের এটি তৃতীয় নিন্মতম দলগত ইনিংসের হতাশাজনক রেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এই প্রথমবার এত কম রানে অল-আউট টিম ইন্ডিয়া। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৪৬ রানের জবাবে নিউজিল্যান্ড তোলে ৪০২ রান। দ্বিতীয় ইনিংসে ভারত সংগ্রহ করে ৪৬২ রান। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০৭ রানের। কিউয়িরা শেষ ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ উইকেটের ব্যবধানে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed