February 18, 2025

ডাক্তারের ভুলে ১২ বছর ধরে পেটের মধ্যে কাঁচি! মহিলার পেটে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি কিছুতেই

0
Doctors

২০১২ সালে মহিলার অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় চিকিৎসকদের ভুলে তাঁর পেটের ভিতরেই রয়ে যায় সার্জিকাল কাঁচি। তারপর থেকেই পেটে যন্ত্রণা হত। হাজারো চিকিৎসকের কাছে গিয়েও কোনও সুরাহা হয়নি। পেটে অসহ্য যন্ত্রণা, ছুটে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। যাবতীয় পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের। সেই কথা মতো অস্ত্রোপচারও করান। ব্যথা থেকে মুক্তি মিলল না। একের পর এক ডাক্তার। যন্ত্রণা নিয়ে ১২ বছর কাটানোর পর আসল রহস্য উদঘাটন। জানা গেল, ১২ বছর আগে অস্ত্রোপচারের সময় ওই মহিলার পেটে রয়ে গিয়েছিল সার্জিকাল কাঁচি। তার যন্ত্রণাই এতদিন ধরে ভুগছিলেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে সিকিমে।

চলতি মাসে এক চিকিৎসক এক্স-রে করিয়ে দেখেন যে পেটের ভিতরে কাঁচি! মহিলার স্বামী জানিয়েছেন, ২০১২ সালে গ্যাংটকের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীর অস্ত্রোপচার হয়েছিল। তারপরও ব্যথা থেকে মুক্তি মেলেনি। দীর্ঘ ১২ বছর ধরে বহু চিকিৎসক দেখিয়েছিলেন। গত ৮ অক্টোবর ফের ওই হাসপাতালে গেলেই, এক চিকিৎসক এক্স-রে করে দেখেন পেটে কাঁচি রয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করে পেট থেকে কাঁচি বের করা হয়। বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল। ১২ বছর আগে চিকিৎসকের এমন গাফিলতিতে চরম ক্ষোভ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed