November 12, 2024

তৃণমূল নেতা ও সিপিএম চিকিৎসকের বৈঠক!‌ অযাচিত বৈঠকে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা, কড়া বার্তা দিল ধর্মতলার অনশন মঞ্চ

0

মধ্য কলকাতায় তৃণমূলের এক মুখপাত্রের সঙ্গে বৈঠকে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি জানান, কিছু সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের ব্যবহার করছেন। তৃণমূল নেতার সঙ্গে সিপিএমপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরের সকালে কড়া বার্তা এল ধর্মতলার অনশন মঞ্চ থেকে। ওই বৈঠকের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে আগেই জানিয়ে দিয়েছিলেন অনশনকারী জুনিয়র ডাক্তাররা। শুক্র সকালে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম নেতা আশফাকুল্লাহ নাইয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নারায়ণবাবুর প্রতি তাঁর অনুরোধ, জুনিয়র ডাক্তার দের জন্য কিছু প্লিজ করবেন না। জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের জন্যই রাস্তায়। আজকে থেকে সাধারণ মানুষের জন্য করুন। সবার জন্য করুন।

শুক্রবার সকালে চিকিৎসক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক নাইয়া লিখেছেন,
‘Respected sir !
আপনি আমার একটি কথা আপনার wall এ লিখেছিলেন ‘ভয় যেমন ছোঁয়াচে সাহস তেমন ছোঁয়াচে’ সেদিন থেকে আপনার সব পোস্ট দেখি। আপনার আজকের পোস্ট দেখে কষ্ট পেলাম। বেশি কিছু লেখা ঔধত্য হবে
তাই আপনার পোস্টটা সাজিয়ে লিখলাম। গতকাল এর মিটিং এর পর থেকে এরকম লাগছে রাজনৈতিক সত্ত্বা। তারপর ডাক্তার। তারপর মানুষ। আর হ্যাঁ। জুনিয়র ডাক্তার দের জন্য কিছু প্লিজ করবেন না। জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের জন্যই রাস্তায়। আজকে থেকে সাধারণ মানুষের জন্য করুন। সবার জন্য করুন।’

যদিও তৃণমূল নেতার সঙ্গে সিপিএম চিকিৎসকের এই বৈঠকের সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে বৃহস্পতিবার সন্ধ্যাতেই কড়া ভাষায় স্পষ্টভাবে জানিয়ে দেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed