January 13, 2025

‌তৃতীয় দিনের শেষ বলে আউট বিরাট! বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এখনও চাপে ভারত

0
Virat

তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৪১ রান। এখনও টিম ইন্ডিয়া পিছিয়ে ১২৫ রানে। প্রথম ইনিংসে কিউয়িরা তোলেন ৪০২ রান। জবাবে অর্ধশতরান করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সরফরাজ খান। রোহিত, বিরাট ফিরেছেন সাজঘরে। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট বাঁচানো বেশ চাপের ভারতের কাছে। এদিন বেশ ছন্দেই ছিলেন বিরাট কোহলি । ভারতীয় দলকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছিলেন। হারানো ফর্ম সরফরাজ খানের সঙ্গে জুটিতে তোলেন ১৩৬ রান। আপাতত ভারতের হার অথবা ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।

তৃতীয় দিনের শেষে বিরাট কোহলি করেন ১০২ বলে ৭০ রান। মারেন ৮টি বাউন্ডারি এবং ১টি ছয়। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপসের বল ডিফেন্ড করতে গেলে ব্যাটের কানায় লেগে তা চলে যায় উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে। এরপর রিভিউ নেন কোহলি, দেখা যায় সামান্য এজ রয়েছে বল এবং ব্যাটের মধ্যে। দিনের শেষ বলে কোহলি আউট হওয়ায় ফের কাজ কঠিন হয়ে গেল ভারতের। রোহিত শর্মাও আউট। স্পিনারের বল ডিফেন্ড করে প্লে ডাউন হলেন রোহিত। ৫২ রান করেন ৮টি চার এবং একটি ছয় মেরে। অ্যাটাকিং ফর্ম ছেড়ে যখন ডিফেন্স করতে গেলেন তখনই আউট হলেন রোহিত। প্রথম ইনিংসে রোহিত খাতা খুললেও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। বিরাট করেছিলেন ০। ভারতীয় দলের দায়িত্ব মিডল অর্ডারের ওপর। ঋষভ পন্ত ব্যাটিং অনুশীলন শুরু করছেন, হাল্কা দৌড়েছেন। ফলে তিনি দ্বিতীয় ইনিংসে চোট নিয়েই ব্যাটিং করতে আসবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed