November 2, 2024

কল্যাণীতেই পণ্ড বাংলা-বিহার ম্যাচের প্রথম দিনের খেলা! শততম ফার্স্ট ক্লাস ম্যাচের আগে ঈশ্বরণকে সংবর্ধনা সিএবির! প্রথম দিনে বল গড়াল না বৃষ্টিতে…

0

বাংলার হোম ভেন্যু ইডেন। বিহার এবং কেরলের বিরুদ্ধে পর পর দুটি ম্যাচ ইডেনেই খেলার কথা ছিল বাংলার। কিন্তু ম্যাচের কয়েক দিন আগেই ভেন্যু পরিবর্তন হয়ে তা চলে যায় কল্যাণীতে। কিন্তু ইডেন থেকে ম্যাচ কল্যাণীতে গেল কেন? আসলে ইডেনে বোর্ডের মহিলাদের একটি টুর্নামেন্ট হচ্ছে, সেই ম্যাচ হতে হবে নৈশালোকে। ফলে ইডেন থেকে বাংলার রঞ্জি ম্যাচ সরিয়ে নিতে বাধ্য হয় সিএবি। এই ম্যাচটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরণের শততম ম্যাচ। প্রথম দিনে খেলা না হলেও ঈশ্বরণকে সিএবির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন সচিব নরেশ ওঝা। এমনকি দলের পক্ষ থেকে সবার সই করা একটি জার্সি তুলে দেওয়া হয় প্রিয় অভির হাতে। খেলা না হলেও ব্যাটিং প্র্যাক্টিস সেরে নেন ঈশ্বরণ।

বাংলা দলের প্রাক্তন অধিনায়ক তথা ওপেনার অভিমন্যু ঈশ্বরণের কেরিয়ারের ঐতিহাসিক দিন ছিল শুক্রবার। এদিন ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের শততম ম্যাচের নজির যোগ হল তাঁর কেরিয়ারে মাইলস্টোনের তালিকায়। রঞ্জি ট্রফিতে গত ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স করেন। দলীপ, ইরানিতেও নজর কেড়েছিলেন এই ওপেনার

বাংলা বনাম বিহারের ম্যাচ ছিল নদিয়ার কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকেডমির মাঠে। কিন্তু বৃষ্টি এবং কম আলোর জন্য ম্যাচে প্রথম দিনে একটি বলও গড়ায়নি। টস করাও সম্ভব হয়নি। এই ম্যাচেই বাংলা দলের হয়ে খেলতে নামছেন বাংলার ওপেনিং ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। ম্যাচে বল না গড়ালেও সিএবির তরফে এই ম্যাচের আগেই তাঁর শততম ফার্স্ট ক্লাস ম্যাচ হিসেবে তাঁকে সংবর্ধিত করা হয়। সিএবির তরফে সচিব নরেশ ওঝা সম্মানিত করেন অভিমন্যু ঈশ্বরণকে। কেরিয়ারের শততম ফার্স্ট ক্লাস ম্যাচে তাঁর হাতে সিএবির তরফ থেকে একটি রূপোর স্মারক তুলে দেন নরেশ ওঝা। সঙ্গে ছিলেন সিএবির শীর্ষকর্তারাও। তিনি বলেন, ‘অভিমন্যূকে এমন দিনে সম্মান জানাতে পেরে খুব ভালো লাগছে। ওর সাম্প্রতিক পারফরমেনস খুবই ভালো। আশা করব, এই ফর্ম ও আগামী দিনেও ধরে রাখতে পারবে’।

বাংলা দলের ক্রিকেটারদের পক্ষ থেকেও উপহার তুলে দেওয়া হয় ওপেনারের হাতে। বাংলা দলের প্রত্যেক সদস্যের সই করা এক জার্সি উপহার দেওয়া হয় অভিমন্যুর হাতে। কোচ লক্ষ্মীরতন শুক্লা, বোলিং কোচ শিবশঙ্কর পাল থেকে শুরু করে অধিনায়ক অনুষ্টুপ মজুমদাররা সেই জার্সি তুলে দেন ঈশ্বরণের হাতে। সিএবির তরফে এমন সম্মান পেয়ে আপ্লুত প্রাক্তন বঙ্গ অধিনায়কও। ঈশ্বরণ বলছেন, ‘নিজের কেরিয়ারের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে সম্মানিত হয়ে খুব ভালোই লাগছে। দলের জন্য এভাবেই আগামী দিনে পারফর্ম করতে মুখিয়ে থাকব ‘। প্রসঙ্গত শুধু বাংলা দলের ক্রিকেটাররাই নন, বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির এই গ্রাউন্ডে অভিমন্যুর সর্বধনার সময় উপস্থিত ছিলেন প্রতিপক্ষ বিহার দলের সদস্যরাও

ছবি- সিএবি

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed