শতাব্দী প্রাচীন রেকর্ডে ভাগ বসাল টিম ইন্ডিয়া!অস্ট্রেলিয়ার ১৩৬ বছরের পুরনো রেকর্ডের ভাগীদার টিম ইন্ডিয়া
ভারতের পাঁচজন ব্যাটার শূন্য রানে সাজঘরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংস। ঘরের মাঠে ভয়ানক ব্যাটিং বিপর্যয়। নিতান্ত হতাশাজনক ব্যাটিং পারফর্ম্যান্স টিম ইন্ডিয়ার। মাত্র ৪৬ রানে অল-আউট হয়ে লজ্জাজনক নজির গড়ে ভারত। সংক্ষিপ্ত ইনিংসে ভারতের পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হয়ে নজির গড়েন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে গত ১৩৬ বছরে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার শতাব্দী প্রাচীন রেকর্ডে ভাগ বসাল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ব্যাটিং অর্ডারের প্রথম ৮ জন ব্যাটারের মধ্যে পাঁচজনের শূন্য রানে আউট হওয়ার নজির। শেষবার এমনটা দেখা গিয়েছিল ১৮৮৮ সালে।
১৮৮৮ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে অল-আউট হওয়ার পথে অস্ট্রেলিয়ার প্রথম সাতজন ব্যাটারের পাঁচজন শূন্য রানে আউট হন। অবশেষে সেই ম্যাচের ১৩৬ বছর পরে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে অল-আউট হওয়ার পথে ভারতের প্রথম ৮ জন ব্যাটারের ৫ জন শূন্য রানে সাজঘরে ফেরেন। টেস্টের ইতিহাসে ভারতের সব থেকে ছোট ইনিংসের তালিকায় তিন নম্বরে জায়গা করে নেয় বেঙ্গালুরুর ৪৬। এর থেকে কম রানে টেস্টে আরও ২ বার অল-আউট হয় ভারত। ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে অল-আউট। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারত এশিয়ার প্রথম দেশ, টেস্টের এক ইনিংসে যাদের প্রথম ৮ জন ব্যাটারের ৫ জন শূন্য রানে সাজঘরে ফেরেন। ঘরের মাঠে এর আগে কখনও ৫০ রানের কমে অল-আউট হয়নি টিম ইন্ডিয়া। শুধু নিজেদের দেশেই নয়, বরং এশিয়ার মাটিতে কখনও এত কম রানে ৪৬ গুটিয়ে যায়নি টিম ইন্ডিয়ার ইনিংস।