November 2, 2024

বহরমপুরে অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি, উদ্বোধন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক

0

বহরমপুরে উদ্বোধন হল ‘জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টার’। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হাত ধরেই। সিএবি এবং মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বহরমপুর স্টেডিয়াম ময়দানে শুরু হওয়া এই ক্রিকেট অ্যাকাডেমির পাশাপাশি একটি অত্যাধুনিক বোলিং মেশিনেরও উদ্বোধন করেন সৌরভ। ক্রিকেট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সিএবি এবং জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র সহ প্রশাসনের আধিকারিকরা।

ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে প্রায় তিনশোর বেশি ক্রিকেটার উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, ‘সিএবির অধীনে এই ক্রিকেট অ্যাকাডেমি আগামী দিনে জেলা থেকে অনেক ভালো খেলোয়াড় তুলে আনবে বলে আমরা আশাবাদী’। সৌরভ জানান, ‘বহরমপুর স্টেডিয়াম ময়দানের সুন্দর মাঠ এবং অন্যান্য সুবিধা দেখে আমার খুবই ভালো লাগল। ২০১৫ সালে আমি যখন সিএবি-র সভাপতি ছিলাম সেই সময় এই প্রকল্প শুরু হয়। সিএবির তরফে সমস্ত জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেই প্রকল্পের অংশ হিসেবে বহরমপুরে ক্রিকেট অ্যাকাডেমি এবং বোলিং মেশিনের উদ্বোধন করা হল। জেলার ক্রিকেট এবং বাংলার ক্রিকেট একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন যারা জেলা থেকে ভালো খেলছে তারা কলকাতায় থেকে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। আমরা আশাবাদী আগামী দিন মুর্শিদাবাদ জেলা থেকে অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed