February 18, 2025

জুনিয়র ডাক্তারদের ব্রিগেডে সমাবেশ! ‘‌আসল কার্নিভাল হবে সব দাবি পূরণের পর’‌

0
Brigade

আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার জেরে দু’‌মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সিনিয়র ডাক্তাররাও যোগ দিয়েছেন। কর্মবিরতি থেকে শুরু করে আমরণ অনশন এবং দ্রোহের কার্নিভাল।এবার এই আন্দোলনের সমাপ্তি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে? জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের একটি বিবৃতি ঘিরে তুঙ্গে গুঞ্জন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাধারণত রাজনৈতিক সমাবেশ হয়ে থাকে। সেখানে ডাক্তারদের সমাবেশ হলে সেটা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উঠছে প্রশ্ন।

আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে গত ৯ আগস্ট থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দু’‌মাস পরেও তাতে গতি রয়েছে। প্রথমে যখন জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবি তোলার পরই চারটি পূরণ করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১০টি দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিব মনোজ পন্থ জানান, ৭টি দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি তিনটির ক্ষেত্রে সময় লাগবে। এবার ব্রিগেড সমাবেশের ইঙ্গিত আন্দোলনকারী ডাক্তারদের। দ্রোহের কার্নিভালে যোগ দেন বহু সাধারন মানুষ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের পক্ষ থেকে বিবৃতিতে মানুষকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি, ‘‌আসল কার্নিভাল হবে সব দাবি পূরণের পর। সেদিন আর কোথাও নয়, সেদিন আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দখল নেবেন এই বিশ্বাস আমাদের আছে।’‌ চিকিৎসক তমোনাশ ঘোষ বলেন, ‘‌আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করব একদিন। অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তাতে দরকার পড়লে ব্রিগেডে আসতে হবে একদিন।’‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed