November 2, 2024

যত টাক, তত বুদ্ধি! টাক মাথাদের পুরস্কৃত করলেন মাথা ভরতি চুলের তৃণমূল বিধায়ক

0

টাক মাথার লোকেদের নিয়ে ভবিষ্যতে প্রতিযোগিতা করারও ভাবনা আছে। নিজের মাথাভরতি চুল। টাক মাথার আসল কদর বুঝলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের কীর্তি। মাথায় টাক পড়লে শুনতে হয় হরেক গুঞ্জন। বিশেষ করে মহিলাদের তরফে। এবার টাক মাথার লোকেরা ‘আসল’ কদর পেলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লার কাছে। কোজাগরী লক্ষ্মীপুজোর সন্ধ্যায় ধুমধাম করে আয়োজন ‘টাক সংবর্ধনা’ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে ১০০ জনের হাতে গোলাপ ফুল এবং উপহার তুলে দেওয়া হল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক দাবি করেছেন, ভবিষ্যতে তো প্রতিযোগিতা করারও ভাবনা আছে।

শওকতের নিজের মাথাভরতি কালো চুল। যাঁর মাথা যত গড়ের মাঠ, তিনিই হতে পারেন প্রথম। টাঁকের জন্য খোঁটা আর নয়!‌ তৃণমূল বিধায়ক নয়া তত্ত্বের ‘আবিষ্কার’। টাক মাথার লোকেদের সংবর্ধনায় খুব খুশি। টাক তত্ত্বের ‘আবিষ্কার’ নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, ‘আজ আমরা একটা বিশেষ প্রোগ্রাম করেছিলাম। যাঁদের মাথায় চুল কম, যে লোকেদের টাক মাথা। আমাদের দুটি অঞ্চল মিলিয়ে প্রচুর এরকম মানুষ আছেন। যাঁদের মাথায় চুল কম, তাঁদের বুদ্ধিও বেশি হয়। সেই কারণে আমরা সেই সমস্ত মানুষকে আজ ডেকেছিলাম। বিজয়া সম্মিলনীর পর তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের হাতে একটা গোলাপ ফুল এবং সামান্য উপহার তুলে দেওয়া হয়েছে। যাঁদের মাথায় কম চুল থাকে, তাঁরা একটু বেশি বুদ্ধিমান হন। তাঁরা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন। এখন দুর্গাপুজোর কার্নিভাল হয় আবার দ্রোহের কার্নিভালও হয়। নতুন-নতুন সব ব্যাপার। টাক সংবর্ধনাও একটা নতুন উদ্যোগ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed