February 18, 2025

শহর কলকাতার দুই ভিন্ন চিত্রে অবাক জনসাধারন!‌সায়নীদের হাত ধরে নাচ মুখ্যমন্ত্রীর, অপরদিকে ডাক্তারবাবুকে আটক পুলিশের?‌

0
1

দুই ভিন্ন‌ চিত্র। দেখল শহর কলকাতা একদিকে মমতা নাচছেন মঞ্চে। অন্যদিকে ডাক্তারবাবুকে আটক পুলিশের। ‘‌চিন্ময়ী তুমি মা…’‌, মমতার গানে কার্নিভালে নাচা গানা। রচনা, নুসরত,জুন, সায়নীদের হাত ধরে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তীব্র ট্রোলের মুখে সোস্যাল মিডিয়ায়। একের পর এক হাস্যরসের ধারা বহন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে অভিযোগ। কখনও তিনি গাইছেন আবার কখনও নাচছেন। বিরোধীদের বক্তব্য এরকম বহুমুখী প্রতিভা বিরল। সম্প্রতি এক মঞ্চে গান গেয়ে হাসির খোরাক হয়েছেন মুখ্যমন্ত্রী।

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে। ‘‌আমার আড়ালে আমার আবডালে অঞ্চলী লহ পলে পলে’‌ গানের সঙ্গে নাচতে দেখা গেল ঋতুপর্ণাকেও। ২০২৪-এর পুজো কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশেই দেখা যায় এরাজ্যের গুটিকতক সেলেবকে। ছিলেন সাংসদ অভিনেত্রী জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, প্রাক্তন সাংসদ নুসরত জাহান, অভিনেতা, বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া পাল, ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ড, শ্রীতমা ভট্টাচার্য, তিয়াশা লেপচা, অভিনেতা দিগন্ত বাগচী সহ আরও কয়েকজন টেলি অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় বইছে ট্রোলের বন্যা।

চিত্র ২-‌ ‘ডাক্তারবাবু থানায় চলুন,’ অনশনের সমর্থনে ব্যাজ পরে ‘মমতার কার্নিভালে,’ আটক চিকিৎসক। প্রতিবাদে আইএমএ। ব্যাজ দেখেই চমকে গেল পুলিশ। কার্নিভাল থেকে আটক করে থানায় নিয়ে গেল পুলিশ।
শিরদাঁড়াকেও কি প্রবল ভয়? এবার সরকারি কার্নিভাল থেকে আটক করা হল এক চিকিৎসককে। কলকাতা পুরসভার এক চিকিৎসককে আটক করা হয়েছে বলে খবর। তাঁর নাম ডাঃ তপোব্রত রায়। পুজোর কার্নিভালে এমার্জেন্সি টিমের সদস্য হিসাবে ছিলেন তিনি। সেখানেই ডিউটিতে ছিলেন তিনি। আর সেখান থেকেই তাঁকে আটক করা হয়। তাঁর বুকে একটা ব্যাজ ছিল যেখানে লেখা ছিল প্রতীকী অনশনকারী। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের অনশনকে কার্যত সমর্থন জানাচ্ছিলেন তিনি। আর সেকারণেই আটক করা হল চিকিৎসককে? রানি রাসমণি রোডে চলছে দ্রোহের কার্নিভাল। আর রেড রোডে হচ্ছে সরকারি কার্নিভাল। সেই সরকারি কার্নিভালে এমার্জেন্সি ডিউটিতে ছিলেন তিনি। কিন্তু তিনি প্রতীকী অনশনকারী ব্যাজ পরেছিলেন। কার্যত ডিউটিতে এসেও জুনিয়র ডাক্তারদের প্রতি তাঁর সংহতিটা তিনি জানাতে ভোলেননি। তারপরই এই ব্যাজ চোখে পরে পুলিশের। তাকে পুলিশ আটক করে।
তবে গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। সামান্য একটি ব্যাজ পরে এসেছিলেন। কিন্তু সেখানেও আপত্তি!
কোন কারণে আটক সেটা বলা হয় নি। মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছিল। ডাক্তারবাবুকে এক কোণে বসিয়ে রাখা হয়েছে। অন ডিউটি ডাক্তারকে এভাবে আটকে রাখা যায় না। কোনও কারণ দেখাতে পারছে না। বুকের ব্যাজে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস। আর প্রতীকী অনশনকারী। চিকিৎসককে আটক করার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে। ব্যাজ দেখে কেন আটক করা হল? ব্যাজে তো আপত্তিকর কিছু লেখা ছিল না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed