February 18, 2025

দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, বিদায়বেলায় ‘মা’য়ের থেকে কী চাইলেন দাদা?

0
Sourav

এবারের মতো দুর্গাপুজো শেষ। অস্থির সময় কেউ উৎসব বিমুখ ছিলেন, তো কেউ আবার যোগ দিয়েছিলেন। আরজি কর কাণ্ড নিয়ে এখনও উত্তপ্ত বাংলা। দশমীর দেবীর বিদায়বেলার ছবি পোস্ট দাদার। সৌরভ গঙ্গোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে দেখা যাচ্ছে দেবীর সামনে তিনি দাঁড়িয়ে আছেন। একদৃষ্টে দেখছেন মাতৃ প্রতিমা। পরনে নীল টিশার্ট এবং কালো প্যান্ট। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘‌আসছে বছর আবার এসো মা।’‌

https://www.facebook.com/photo.php?fbid=1115663013256225&set=a.388067366015797&type=3&ref=embed_post

আরজি কত ঘটনার পর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় দুজনেই প্রতিবাদ জানান নানান ভাবে। তাও দুজনের বক্তব্যের কারণে বিতর্ক ও কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। সৌরভ বিজয়ার শুভেচ্ছা জানাতেও কিছু নিম্ন মানসীকতার জনের ফের আক্রমণ। সৌরভ গঙ্গোপাধ্যায়, পুজোর মুখে একটি অনাথ আশ্রমের ২০০ টি শিশুর দায়িত্ব নিয়ে সকলের মন কেড়ে নেন। তিনি আপনজন হোমের সেই শিশুগুলোর পড়াশোনা সহ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed