বিরাট সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের! ঘরোয়া ক্রিকেট থেকে তুলে দেওয়া হল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’এর নিয়ম
বিরাট সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেটে তুলে দেওয়া হল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’এর নিয়ম। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে এই নিয়ম আর থাকছে না। সোমবার সমস্ত রাজ্য সংস্থাকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় বিসিসিআই। কিছুদিন আগেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২৭ পর্যন্ত ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকছে। যার ফলে এই সিদ্ধান্ত জল্পনা তৈরি করেছে। এদিন বোর্ডের বিবৃতিতে জানানো হয়, ‘চলতি মরশুমে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’ আগামী বছরও একই নিয়ম থাকবে কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি। দু’বছর আগে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হয়। তারপর সেটা আইপিএলেও প্রচলিত হয়।
গত আইপিএলে বেশ কয়েকবার রান আড়াইশোর গণ্ডি পেরিয়ে যায়। তারপরই এই নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। অন্যতম রোহিত শর্মা। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়মের পক্ষে হলেও ভারতের নেতা মনে করেন, এর ফলে অলরাউন্ডার উঠে আসবে না। রোহিত বলেন, ‘আমার মনে হয় এই নিয়মের ফলে অলরাউন্ডারদের সঠিক ডেভেলপমেন্ট হবে না। দিনের শেষে ক্রিকেট এগারোজনের খেলা, বারোজনের নয়। আমি ইমপ্যাক্ট প্লেয়ারের পক্ষে নয়। মানুষের বিনোদনের জন্য নিয়ম বদলের পক্ষপাতী নয়।’ সৌরাষ্ট্রের হেড কোচ নীরজ ওডেড্রা বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সমর্থন রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন হেড কোচ মাহেলা জয়বর্ধনেরও। তবে ঘরোয়া ক্রিকেট থেকে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দেওয়া হলেও, আইপিএলে এখনও আছে। বোর্ড আগেই জানিয়ে দেয়, ২০২৭ পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। অথচ হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়ম বদলে বিভ্রান্তি।