November 2, 2024

হাসপাতালে ভর্তি অনশনকারী আরও এক চিকিৎসক, অনিকেত মাহাতোর পর সিসিইউতে ভর্তি অনুষ্টুপ মুখোপাধ্যায়

0

অনিকেত মাহাতোর পর ধর্মতলায় অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তারকে হাসপাতালে ভর্তি করতে হল। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে ভর্তি করা হয়েছে জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে। তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অ্যানাস্থেসিয়ার প্রধান সোমনাথ দে’র নেতৃত্বে ওই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ধর্মতলায় অনশনে বসা জুনিয়র ডাক্তারদের একজন অনুষ্টুপ কলকাতা মেডিক্যাল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া। এদিন তাঁর তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। মূত্রের সঙ্গে রক্তও বেরোয়। মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে সঙ্গে আনা হয় স্ট্রেচার ও অ্যাম্বুল্যান্স। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে।

অনুষ্টুপের আগে ধর্মতলায় অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার থেকে অনশনে বসেছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত জুনিয়র ডাক্তার অলোক বর্মাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউতে ভর্তি করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশনে বসেছিলেন অলোক বর্মা। তাঁর সঙ্গে অনশনে বসেন আর এক জুনিয়র সৌভিক বন্দ্যোপাধ্যায়। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে আটটা থেকে ধর্মতলায় প্রথমে ৬ জন অনশনে বসেন। পরে আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতে অনশনে যোগ দিয়েছিলেন। শুক্রবার রাতে আরও দুই জুনিয়র ডাক্তার অনশনে যোগ দিয়েছেন। পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। তবে দুই জুনিয়র ডাক্তারকে হাসপাতালে ভর্তি করার পর এখন অনশন করছেন ৬ জুনিয়র ডাক্তার।

অসুস্থ অনুষ্টুপ মুখোপাধ্য়ায়।কলকাতা মেডিক্যালে ভর্তি করা হচ্ছে তাঁকে। পেটে প্রবল যন্ত্রণা হচ্ছে। সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তাঁকে ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অনশনের অষ্টম দিনে অসুস্থ হয়ে পড়লেন অপর এক অনশনকারী। অনিকেত মাহাতো, অলোক ভার্মার পরে অসুস্থ অনুষ্টুপ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed