November 2, 2024

পুজোর মাঝেই ‘মহাজোট’, সিএবি নির্বাচনের হাওয়ায় ময়দান! ডালমিয়া বাড়ির পুজোর আড্ডায় সৌরভ, ঝুলন সহ তারকাদের হাট

0

দুর্গাপুজোর আবহে ময়দানে সিএবি নির্বাচনের সুর। ষষ্ঠীর দিন দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ছিল সিএবি কর্তাদের উপস্থিতি। সপ্তমিতে অভিষেক ডালমিয়ার বাড়ির পুজোয় হাজির সকল সিএবি কর্তারা। আবার অষ্টমির সকাল থেকে বিশ্বরূপ দের পুজোয় একই চিত্র। সিএবি নির্বাচনের দামামা বেজে গিয়েছে বলে কত কথা ভাসছে।

দাদার বাড়িতে পুজোর আড্ডা। খোলা চোখে দেখলে নিছকই পুজোর আড্ডা। সবাই মিলে একসঙ্গে সময় কাটানো। একটু খাওয়া-দাওয়া। মন যদি জটিল হয়, তা হলে চোখ বন্ধ করে অন্য কিছুও ভেবে ফেলাটাই স্বাভাবিক! মহাষষ্ঠীর দুপুরে বেহালার বীরেন রায় রোডের বাড়ি ‘মা মঙ্গলচণ্ডী ভবন’ ছিল জমজমাট। কলকাতা ময়দানে সিএবির সঙ্গে জড়িত সব ক্লাবে কর্তারা হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে তাঁর বাড়িতে। গল্প, আড্ডার সঙ্গে ছিল জমিয়ে খাওয়া-দাওয়া।

প্রাক্তন ভারত অধিনায়ক, প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট তথা প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট সৌরভ তাঁর বাড়িতে সিএবি কর্তাদের ডাকলেন। এঁদের অনেকের সঙ্গে সৌরভের সম্পর্ক ছেলেবেলা থেকে। সৌরভের বাড়িতে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের তিন শীর্ষ কর্তাই ছিলেন। মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ সৌরভকে পুজোর উপহারও তুলে দেন। অন্যান্য ক্লাবের কর্তারাও ছিলেন। ছিলেন বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

পুজের মধ্যেই ময়দানে অন্য সুরও ভাসছে। মনে করা হচ্ছে, সৌরভের বাড়ির অনুষ্ঠানে আসলে সিএবি নির্বাচনের দামামাই বেজে উঠেছে। সব ক্লাবের কর্তাদের একসঙ্গে ডেকে হাওয়া বোঝার পালা চলছে। ময়দানে মজা করে এমনও বলা হচ্ছে, ষষ্ঠীতে সৌরভের বাড়ি, সপ্তমীতে আর এক প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার বাড়ির পুজোয় সিএবি কর্তাদের সমাগম এবং অষ্টমীতে সিএবিরই প্রাক্তন সচিব বিশ্বরূপ দে-র পুজোয় একই রকম সমারোহ। সিএবি নির্বাচনের ঢাকে কাঠি নয় তো কি! সিএবি নির্বাচন এখনও বছর খানেকেরও কিছুটা বেশি সময় বাকি। ময়দান এখন থেকেই জল মাপছে। বর্তমান সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিসের জায়গায় কে হবেন নতুন প্রেসিডেন্ট, সেই নিয়ে আলোচনা চলছে রোজই। অভিষেক ডালমিয়া আবার ফিরতে পারেন। সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ফেরার সম্ভাবনা রয়েছে প্রবল। পদে না ফিরলেও তিনিই হবেন ‘কিং মেকার।’ সচিব পদে সৌরভের ছেলেবেলার বন্ধু সঞ্জয় দাসের নাম উঠছে প্রবল ভাবে। ভোট হবে না কি, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পদ বেছে নেওয়া হবে, সেটাই এখন দেখার।

মহাসপ্তমীর দুপুরে ১০ নম্বর আলিপুর রোডে ডালমিয়া বাড়ি হয়ে উঠেছিল জমজমাট। সিএবি-এর প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন প্রত্যেকেই। পুজোর আবহ উত্তাল সিএবির ছোঁয়ায়। সিএবি-এর প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন কলকাতা ময়দানে সিএবির সঙ্গে জড়িত ক্লাবের কর্তারা সহ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

দুপুরে ডালমিয়া বাড়িতে গল্প, আড্ডার সঙ্গে জমিয়ে চলল খাওয়া-দাওয়া। খোস মেজাজে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়। সপ্তমীর দুপুরে সিএবি-এর প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার আমন্ত্রণে দাদা তথা প্রাক্তন ক্রিকেটার এবং সিএবি-এর বর্তমান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ১০ নম্বর আলিপুর রোডে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সাদা পায়জামা-নীল পাঞ্জাবি পরেছিলেন মহারাজ। দুই ভাইকে সঙ্গে নিয়ে এক ফ্রেমে ধরা দিলেন সিএবি-এর প্রাক্তন কর্তা জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়ার এবং কন্যা বৈশালী ডালমিয়া। মহারাজ এবং তাঁর দাদার পাশাপাশি ডালমিয়া বাড়িতে গিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। ডালমিয়ার বাড়িতে পুজোর আড্ডায় হাজির ছিলেন সিএবি-র একাধিক কর্তা ও বাংলার কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। এই বাড়ির সঙ্গে সকলেরই পুরনো নিবিড় যোগ রয়েছে। কারণ, এটা সিএবি, ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি-র প্রাক্তন প্রধান প্রয়াত জগমোহন ডালমিয়ার বাড়ি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed